মুম্বই, 27 অক্টোবর : ইন্ডিয়ান সুপার লিগের আগে মুম্বই সিটি FC-তে সই করলেন ইংল্যান্ডের জাপানি বংশোদ্ভূত মিডফিল্ডার সাই গড্ডারড ৷ 23 বছর বয়সি এই মিডফিল্ডার ইট্যালিয়ান ক্লাব বেনেভেন্তো সালসিও-তে খেলেন ৷
মুম্বই সিটি FC-তে সই জাপানি মিডফিল্ডার সাই গড্ডারড-এর - সাই গড্ডারড
সাই গড্ডারড তাঁর ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন টটেনহাম হটস্পারের ইয়ুথ অ্য়াকাডেমিতে ৷ গড্ডারড টটেনহামের হয়ে অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-21 এবং অনূর্ধ্ব-23 স্তরে খেলেছেন ৷
সাই গড্ডারড তাঁর ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন টটেনহাম হটস্পারের ইয়ুথ অ্য়াকাডেমিতে ৷ গড্ডারড টটেনহামের হয়ে অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-21 এবং অনূর্ধ্ব-23 স্তরে খেলেছেন ৷ 2017 সালে ক্লাব ছেড়ে ইট্যালিতে চলে যান তিনি ৷ সেখানে 2018 সালে সেরি-বি লিগে বেনেভেন্তো সালসিও-তে সই করেন ৷ শুধুই ইট্যালিয়ান ক্লাবে নয়, গড্ডারড সাইপ্রিয়ট ক্লাব পাফোস FC-র হয়ে লোনে খেলেছেন এক বছরের জন্য় ৷ জাপানের জাতীয় দলের হয়েও খেলেছেন সাই গড্ডারড ৷ অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 17-র হয়ে খেলেছেন ৷ মুম্বই সিটি FC-র হয়ে খেলার সুযোগ পেয়ে সাই বলেন, মুম্বই সিটি FC-র হয়ে খেলবেন জানার পর থেকেই, ভারতে আসার জন্য় ছটফট করছেন ৷ ভারতের মাঠে নিজের প্রতিভা দেখানোর জন্য় মুখিয়ে রয়েছেন বলে জানান তিনি ৷ কোচ সেরজিও লোবেরার অধীনে খেলার জন্য়ও তিনি মুখিয়ে রয়েছেন ৷
এই নিয়ে হেড কোচ সেরজিও লোবেরা তাঁর দলে যোগ দেওয়া নিয়ে বলেন, সাই অনেক অল্প বয়স থেকে টটেনহামের মত নামী ক্লাবে খেলেছেন ৷ তিনি মুম্বই সিটি FC-তে তাঁর অভিজ্ঞতা নিয়ে আসছেন ৷ যা দলের অন্য়ান্য় খেলোয়াড়দের খেলায় সাহায্য় করবে ৷