পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তিরি-অরিন্দমের ভুলে ডুবল নৌকা, চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি

চলতি আইএসএলে সেরা দুই দল মুখোমুখি হয়েছিল খেতাবি লড়াইয়ে । দুটো দলের কাছেই প্রথমবার ট্রফি জয়ের হাতছানি ছিল । তবে তাগিদ বেশি ছিল সের্গেই লোবেরার দলের । তবে এটিকে মোহনবাগান কে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি ।

তিরি-অরিন্দমের ভুলে ডুবল নৌকা, চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
তিরি-অরিন্দমের ভুলে ডুবল নৌকা, চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি

By

Published : Mar 13, 2021, 10:28 PM IST

কলকাতা, 13 মার্চ : নানা রঙের আইএসএল ফাইনাল । রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, দুই দলের ডিফেন্ডারদের শিক্ষানবীশের মতো ভুল এবং আত্মঘাতী গোল শনিবারের ফতোদরায় উপভোগ্য সন্ধ্যা ।

চলতি আইএসএলে সেরা দুই দল মুখোমুখি হয়েছিল খেতাবি লড়াইয়ে । লিগ পর্যায়ে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জিততে পারেনি এটিকে মোহনবাগান । দুটো দলের কাছেই প্রথমবার ট্রফি জয়ের হাতছানি ছিল । তবে তাগিদ বেশি ছিল সের্গেই লোবেরার দলের । কারণ, নতুন ভাবে অবতীর্ণ হওয়ার আগে হাবাসের দল তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ।

তবে পরিসংখ্যান, ইতিহাস সরিয়ে বাস্তবের ভিত্তি ভূমিতে দাড়িয়ে ফাইনাল খেলতে নেমেছিল রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, হুগো বুমোজ,ফন্ড্রেরা । নির্ধারিত নব্বই মিনিটে 2-1 গোলে এটিকে মোহনবাগান কে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি । ম্যাচের সেরা বিপিন সিং । গোল্ডেন গ্লাভস এটিকে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য জিতলেও এই ম্যাচটি ভুলতে চাইবেন তিনি । গুরুত্বপূর্ণ সময়ে তার ভুলে জয় হাতছাড়া । গোল্ডেন বুট পেলেন অ্যাঙ্গুরো । টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল পেলেন রয় কৃষ্ণ ।

আক্রমণ প্রতি আক্রমণে সপ্তম আইএসএল ফাইনাল প্রথম থেকে উপভোগ্য । 18 মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান । জিহুর ব্যাকপাস ধরে গোল (1-0) সবুজ মেরুনের । তার আগে মুম্বই সিটি এফসি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত । বিপিনকুমারকে বক্সের মধ্যে পেছন থেকে টেনে ফেলে দিয়েছিলেন প্রীতম কোটাল । রেফারি অজ্ঞাত কারণে ফাউলের বাশি বাজাননি । পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা ক‍রে মুম্বই । তারই ফলশ্রুতিতে 29 মিনিটে সমতায় ফেরে তারা।

তবে তার জন্য মুম্বাইয়ের ফুটবলারদের চেয়ে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরির কৃতিত্ব বেশি । জিহুর লম্বা শট হেড করে বাইরে বের করতে গিয়ে তা নিজেদের জালে (1-1)পাঠিয়ে দেন তিরি । স্প্যানিশ ডিফেন্ডার শেষ কয়েকটি ম্যাচেই বিবর্ণ । আত্মঘাতী গোল সেই বিবর্ণ ফুটবলের প্রতিচ্ছবি ধরা পড়ল। বিরতির আগে অময় রানাডের চোট পেয়ে হাসপাতালে চলে যাওয়া প্রথমার্ধের অন্যতম আশঙ্কা জনক ঘটনা । বিরতির পরে ফের ম্যাচের রাশ তুলে নিয়েছিল মুম্বই সিটি এফসি । কিন্তু ভুল শুধরে খেলায় ফেরে এটিকে মোহনবাগান ।

এই সময় একটি মুম্বই সিটি এফসির করা আত্মঘাতীর গোল বাতিল করেন রেফারি । রয় কৃষ্ণ বল জালে জড়ানোর আগে অফসাইডে ছিলেন । কিন্তু মুম্বই সিটি এফসির ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে গিয়েছিল । সেখানে সবুজ মেরুনের কোনও ফুটবলারের ভূমিকা ছিল না । তাই রেফারির সিদ্ধান্ত বিতর্কিত । 90মিনিটে বিপিন সিংয়ের জয়সূচক গোল (2-1) । পেছন থেকে মুম্বই সিটি এফসির বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে সবুজ মেরুন ডিফেন্ডার ও গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুল বোঝাবুঝি । তা থেকে বল কেড়ে নেন পরিবর্ত হিসেবে নামা ওগবেচে । তিনি সবুজ মেরুন ডিফেন্ডারদের কাটিয়ে বল বাড়ালে তা জালে পাঠান বিপিন সিং । চলতি আইএসএলে একমাত্র হ্যাটট্রিকের পরে ফাইনালে জয়সূচক গোল ।

আরও পড়ুন :দর্শকদের ক্রোধ, কাম্বলির কান্না ; ইডেনে স্বপ্নভঙ্গের সেই রাত

ভারতীয় ফুটবলারটি প্রতিযোগিতার অন্যতম সেরা প্রাপ্তি । একইভাবে বলা যায় এটিকে মোহনবাগানের মনদীপ সিং সম্বন্ধে । সারা ম্যাচে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের ছায়ায় ঢেকে থাকা নয় বরং উজ্বল । আইএসএলের দুটো ট্রফি জয়ের পরে সের্গেই লোবো বলছেন তিনি খুশি । লিগ উইনার্স ট্রফির পরে আইএসএল ফাইনালে জয় এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মুম্বই সিটি এফসি অপরাজিত । একই সঙ্গে আইএসএল ফাইনালে হাবাস অপরাজিত এই তকমা ভুলন্ঠিত হল। ডেভিড উইলিয়ামস গোল করলে দল হারে না এই প্রবাদ ভেঙে গেল ।

ABOUT THE AUTHOR

...view details