পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথমবার মুম্বই নাকি তৃতীয়বার ফাইনালে গোয়া, প্রশ্ন নিয়েই দ্বিতীয় লেগ

দ্বিতীয় পর্বের লড়াইয়ে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসিকে শূন্য থেকেই শুরু করতে হবে । মুম্বই সিটি এফসির সামনে প্রথমবার আইএসএল ফাইনালে ওঠার হাতছানি । অন্যদিকে এফসি গোয়ার সামনে ফের ফাইনালে ওঠার সুযোগ ।

ISL
ISL

By

Published : Mar 7, 2021, 11:08 PM IST

গোয়া, 7 মার্চ : নতুনভাবে আইএসএল ফাইনালে ওঠার লড়াই মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার । প্রথম লেগের স্কোর ছিল 2-2 । প্লে অফের দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে দু'দলই নিজেদের উজাড় করে দিতে তৈরি ।

সের্গেই লোবেরার দল চলতি আইএসএলে দুরন্ত ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালিয়েছে । লিগ টেবিলে একনম্বরে শেষ করে প্লে অফে উঠেছে তাঁরা । এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে পিছিয়ে থেকেও 2-2 গোলে ড্র করেছে । ফলে দ্বিতীয় পর্বের লড়াইয়ে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসিকে শূন্য থেকেই শুরু করতে হবে । মুম্বই সিটি এফসির সামনে প্রথমবার আইএসএল ফাইনালে ওঠার হাতছানি । কোচ সের্গেই লোবেরা বলছেন,"আমি প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে মোটেই খুশি নই । আমরা অনেক গোলের সুযোগ পেয়েছিলাম । কিন্তু পারিনি । আমাদের এই বিষয়ে সতর্ক হতে হবে । দু'দলই আক্রমনাত্মক খেলেছে । কিন্তু নিয়ন্ত্রণ আমাদের কাছে ছিল না । প্রতিপক্ষকে খেলতে দিয়েছিলাম । এই পর্বে আমাদের উন্নতি করতে হবে ।"

আরও পড়ুন : ওয়েস্টার্ন ডার্বি ড্র, মুম্বইয়ের জয়ের দৌড় থামল প্লে অফে
অন্যদিকে এফসি গোয়ার সামনে ফের ফাইনালে ওঠার সুযোগ । মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে শুরু করলেও সমানে সমানে লড়াই করেছে তারা । দু'বার এগিয়ে গিয়েও জয় পাওয়া সম্ভব হয়নি । তাছাড়া দ্বিতীয় পর্বে নামার আগে চোট আঘাত সমস্যা রয়েছে দলে । প্রিন্সটন রেবেলো এই ম্যাচে খেলতে পারবেন না । তবে আলবার্তো নোগুয়েরা এবং ইভান গঞ্জালেস দলে ফিরছেন । যা গোয়ার কাছে স্বস্তির খবর । কোচ ফার্নান্দো বলছেন, "প্রথম ম্যাচের ফল নিয়ে মোটেই খুশি নই । কারণ আমরা জিততে চেয়েছিলাম । তবে আমরা একশো শতাংশ তৈরি । আমাদের আরও উন্নতি করতে হবে । সেই জন্য নিজেদের তৈরি করেছি । আমাদের সমস্যা থাকলেও সামলে নিতে পারব । ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী ।"

ABOUT THE AUTHOR

...view details