পানাজি, 28 ফেব্রুয়ারি : ইতিহাস গড়তে ব্যর্থ এটিকে মোহনবাগান । রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে 2-0 গোলে পরাজিত হল তারা । হাবাসের দলকে হারিয়ে আইএসএল 2020-21 লিগ শিল্ড জিতে নিল মুম্বই সিটি এফসি ৷ এদিকে শীর্ষে থেকে লিগ শেষ করতে না পারায় প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলার সুযোগ হারাল সবুজ মেরুন ৷
জয়ী দলের পক্ষে গোলদাতা মুর্তজা ফল এবং ওগবেচে । জোহয়ুর ফ্রিকিক থেকে মোর্তজা ফলের গোলে ম্যাচের সাত মিনিটে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এগিয়ে যায় মুম্বই ৷ সেই সুবিধা পুরো সময় ধরে দখলে রাখল মুম্বই সিটি এফসি । এই তিন পয়েন্টে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র মিলবে লোবেরার ছেলেদের । অন্যদিকে একই লক্ষ্য পূরণে এটিকে মোহনবাগানের জন্য দরকার ছিল ড্র । এইরকম পরিস্থিতিতে যে ধরনের মরিয়া ফুটবল প্রত্যাশিত ছিল তা রবিবাসরীয় সন্ধ্যায় রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের মধ্যে দেখা যায়নি । অন্তত প্রথমার্ধে তো নয়ই । বিরতির পরে সবুজ মেরুন চেষ্টা করেছিল ৷ কিন্তু তা যথেষ্ট ছিল না ।
অন্যদিকে মুম্বইয়ের খেলায় শুধুই অঙ্ক । অময় রানাডে, প্রাঞ্জল, ভুমগচ, মন্দার দেশাই, বিক্রম প্রতাপ, বিপিন সিংদের মতো ভারতীয় ফুটবলারদের নৈপুণ্যে ভর দিয়ে ফন্ড্রে, ওগবেচে, মোর্তজা ফল, জোহয়ুরা সবুজ মেরুন ফুটবলারদের ছন্দ নষ্ট করলেন । যার জেরে এটিকে মোহনবাগানের মাঝমাঠ, রক্ষণভাগ দিগভ্রান্ত হয়ে পড়ে। 39 মিনিটে মুম্বই সিটি এফসির হয়ে দ্বিতীয় গোল করেন ওগবেচে । জোহয়ুরার দুরন্ত ফ্রিকিক বারে লেগে প্রতিহত হলে ফিরতি বল হেড করে জালে পাঠান ওগবেচে । বিরতির আগে এই দুটো গোলেই ম্যাচের ভাগ্য রচনা হয়ে গিয়েছিল ।