পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনির ধৈর্য ও ধীরস্থিরতা ভারতের কাছে অমূল্য : পন্টিং - IPL

ভারতীয় দলের কাছে ধোনির ভারতীয় দলের অমূল্য : পন্টিং

রিকি পন্টিং ও মহেন্দ্র সিং ধোনি

By

Published : Mar 17, 2019, 8:56 AM IST

দিল্লি, ১৭ মার্চ : "মহেন্দ্র সিং ধোনির ধৈর্য ও ধীরস্থিরতা ভারতীয় দলের জন্য অমূল্য।" গতকাল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

পন্টিং বলেন, "বিরাটের অধিনায়কত্ব প্রসঙ্গে আমি কখনও নেতিবাচক মনোভাব পোষণ করি না। গত কয়েক বছর ধরে টেস্ট দলে বিরাটের অবদান দেখেছি। সেই সময় ধোনি আশপাশে ছিল না। আমার মতে, চাপের মুখে ধোনির ধৈর্য ও ধীরস্থিরতা ভারতীয় দলের জন্য অমূল্য।"

পাশাপাশি, আসন্ন বিশ্বকাপের দলে ধোনি ও ঋষভ পন্থ দুজনকেই দেখতে চান পন্টিং। IPL-এ দিল্লির কোচ হিসেবে পন্থকে সামনে থেকে দেখেছেন। তাই তাঁর বিশ্বাস, পন্থের মধ্যে ভবিষ্যতের তারকা হওয়ার সব মশলা রয়েছে। পন্টিং বলেন, "এখন বিশ্ব ক্রিকেটে পন্থ অন্যতম ডায়নামিক খেলোয়াড়। পন্থ এমন একজন খেলোয়াড় যে বিশ্বকাপে ব্যাপক প্রভাব ফেলতে পারে। নিজেকে প্রমাণ করার পন্থকে উপরের দিকে ব্যাটিং করানোর প্রস্তাবের বিরোধী নই আমি।"

ABOUT THE AUTHOR

...view details