প্যারিস, 2 জুলাই : বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা ৷ এবারের ইউরোর খেতাব জয়ের অন্যতম দাবিদার ছিল ফ্রান্স ৷ যে দলে রয়েছে আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ, পল পোগবাদের মতো তারকা ৷ সঙ্গে দিদিয়ের দেশঁ-র ফুটবল মস্তিষ্ক ৷ তারকাখচিত সেই দলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাইরের দরজা দেখিয়েছে আপাত সাধারণ দল সুইৎজ়ারল্যান্ড ৷ বিষয়টি একেবারেই হজম হচ্ছে না ফ্রান্সের সমর্থকদের ৷
ইউরোর মঞ্চে অন্যতম বড় অঘটনটা ঘটে 29 জুন ৷ ফ্রান্স ও সুইৎজ়ারল্যান্ড ম্যাচের প্রথম ও শেষ চিত্রটার মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ ৷ 3-1 ব্যবধানে একটা সময় পিছিয়ে ছিল জার্দান শাকিরিরা ৷ সেখান থেকে নির্ধারিত সময়ের 10 মিনিট আগে ম্যাচ 3-3 অবস্থায় নিয়ে আসে সুইৎজ়ারল্যান্ড ৷ ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ টাইব্রেকারের শেষ শটে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে ৷ তাঁর শট আটকে দিয়ে সুইসদের জয়ের নায়ক হয়ে যান গোলকিপার ইয়ান সোমের ৷ পেনাল্টি শুট আউটে 5-4 ব্যবধানে জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় সুইৎজ়ারল্যান্ড ৷