পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EURO 2020 : ফের হোক ফ্রান্স-সুইৎজারল্যান্ড ম্যাচ ! অবাক আবদার ফ্রান্সের সমর্থকদের

ইউরোর মঞ্চে অন্যতম বড় অঘটনটা ঘটে 29 জুন ৷ ফ্রান্স ও সুইৎজ়ারল্যান্ড ম্যাচের প্রথম ও শেষ চিত্রটার মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ ৷

EURO 2020
EURO 2020

By

Published : Jul 2, 2021, 12:58 PM IST

প্যারিস, 2 জুলাই : বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা ৷ এবারের ইউরোর খেতাব জয়ের অন্যতম দাবিদার ছিল ফ্রান্স ৷ যে দলে রয়েছে আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ, পল পোগবাদের মতো তারকা ৷ সঙ্গে দিদিয়ের দেশঁ-র ফুটবল মস্তিষ্ক ৷ তারকাখচিত সেই দলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাইরের দরজা দেখিয়েছে আপাত সাধারণ দল সুইৎজ়ারল্যান্ড ৷ বিষয়টি একেবারেই হজম হচ্ছে না ফ্রান্সের সমর্থকদের ৷

ইউরোর মঞ্চে অন্যতম বড় অঘটনটা ঘটে 29 জুন ৷ ফ্রান্স ও সুইৎজ়ারল্যান্ড ম্যাচের প্রথম ও শেষ চিত্রটার মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ ৷ 3-1 ব্যবধানে একটা সময় পিছিয়ে ছিল জার্দান শাকিরিরা ৷ সেখান থেকে নির্ধারিত সময়ের 10 মিনিট আগে ম্যাচ 3-3 অবস্থায় নিয়ে আসে সুইৎজ়ারল্যান্ড ৷ ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ টাইব্রেকারের শেষ শটে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে ৷ তাঁর শট আটকে দিয়ে সুইসদের জয়ের নায়ক হয়ে যান গোলকিপার ইয়ান সোমের ৷ পেনাল্টি শুট আউটে 5-4 ব্যবধানে জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় সুইৎজ়ারল্যান্ড ৷

সেই ইয়ান সোমেরকে নিয়েই সমস্যা ফরাসি সমর্থকদের ৷ তাদের যুক্তি, পেনাল্টি শুট আউটের সময় সুইস গোলকিপার নিয়মের তোয়াক্কা করেননি ৷ পেনাল্টি শুট আউটের সময় গোললাইনের উপর অন্তত একটা পা রাখতেই হয় গোলকিপারকে ৷ অভিযোগ, সেই নিয়ম মানেননি সোমের ৷ এমবাপের শট আটকানোর সময় তাঁর পা গোললাইনের উপর ছিল না ৷

আরও পড়ুন : Euro 2020 : স্প্যানিশ আর্মাডায় ভাসতে নারাজ সুইসরা, ইতালীয় নবজাগরণের সামনে বেলজিয়াম

এই অভিযোগ তুলে সকলকে অবাক করে দিয়ে ফ্রান্স-সুইৎজ়ারল্যান্ড ম্যাচটির রিপ্লের আবেদন করেছেন ফ্রান্সের সমর্থকরা ৷ এই দাবি পূরণের জন্য সই সংগ্রহ করতেও নেমেছে তারা ৷ এখনও পর্যন্ত আড়াই লাখের মতো মানুষ ম্যাচটির রিপ্লে চেয়ে সই করেছে ৷ উয়েফার কাছে সেই আবেদনও পৌঁছে গিয়েছে ৷ যদিও তাতে খুব একটা আমল দেয়নি উয়েফা ৷ রেফারি ও ভার অফিসিয়ালরা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাতে সন্দেহ নেই ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থার ৷

ABOUT THE AUTHOR

...view details