পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরন্ত জয়ে শীর্ষে মোহনবাগানই

সবুজ মেরুনের জয়ের রথের রাশ আগলালেন পাপা বাবাদিওয়াড়া । জোড়া গোল করে জয়ের নায়ক তিনি । আর একটি গোল ফ্রান গঞ্জালেসের । চেন্নাই FC-র হয়ে গোল ভি নাগাপ্পান এবং বালাকৃষ্ণানের ।

mohunbagan vs Chennai match
শীর্ষে মোহনবাগান

By

Published : Jan 31, 2020, 11:03 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : প্রত্যাঘাত সামলেও জয়ের রাশ ধরে রাখল মোহনবাগান । শুক্রবার চেন্নাই FC-কে তাদের ঘরের মাঠে 3-2 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে জাঁকিয়ে বসল কিবু ভিকুনার দল ।

সবুজ মেরুনের জয়ের রথের রাশ আগলালেন পাপা বাবাদিওয়াড়া । জোড়া গোল করে জয়ের নায়ক তিনি । আর একটি গোল ফ্রান গঞ্জালেসের । চেন্নাই FC-র হয়ে গোল ভি নাগাপ্পান এবং বালাকৃষ্ণানের । এই জয়ের ফলে 23 পয়েন্ট নিয়ে আই লিগের প্রথম পর্ব শেষ করল মোহনবাগান । প্রতিপক্ষের পাঁচ মিনিটের ঝড়ে আশঙ্কার কালো মেঘ দেখা গেলেও জয়ের পালতোলা নৌকার যাত্রাপথে কোনও বাধা হল না । চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না আগেই বলেছিলেন কিবু ভিকুনা । তাঁর আশঙ্কা যে অমূলক ছিল না তা প্রমাণিত । চেন্নাইয়ের মাটিতে 3-2 গোলে জয় মোহনবাগানকে আই লিগের শীর্ষে রেখে দিল । প্রথম থেকে আক্রমণাত্মক ছকে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল মোহনবাগান । তারই ফলশ্রুতিতে 28 মিনিটে মোহনবাগানের প্রথম গোল পাপা বাবাদিওয়াড়ার । আই লিগ যত গড়াচ্ছে ক্যারিবিয়ান স্ট্রাইকার ডালপালা মেলছেন ।প্রথম গোলের পরে 49 মিনিটে দ্বিতীয় গোলও তাঁর ।

ক্যারিবিয়ান স্ট্রাইকারের পাশাপাশি স্প্যানিশ মিডফিল্ডার এবারের মোহনবাগানের সারপ্রাইজ উইপেন । সবুজ মেরুন ব্রিগেডের সবচেয়ে বেশি গোল ফ্রান গঞ্জালেসের নামে । চেন্নাই FC ম্যাচের রোমহর্ষক জয়ের অন্যতম কারিগরও তিনি । ইস্টবেঙ্গলের পরে মোহবাগানের বিরুদ্ধে হারের ভ্রুকুটি জোরালো হতেই চেন্নাই FC প্রত্যাঘাতের জন্য মরিয়া হয়ে ওঠে । 65 মিনিট এবং 70 মিনিটে নাগাপ্পান ও বালাকৃষ্ণানের পরপর গোল চেন্নাইকে ম্যাচে ফিরিয়ে ছিল ঠিকই । কিন্তু তা কখনই মোহনবাগানের প্রত্যয়ী ফুটবল ছাপিয়ে যাওয়ার মত ছিল না । কিবু ভিকুনা বলছেন, গুরুত্বপূর্ণ জয়ে তিনি খুশি । তবে জয়ের ধারা অব্যাহত রাখাই পাখির চোখ তাঁর ।

ABOUT THE AUTHOR

...view details