পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইলিগ মোহনবাগানের - mohunbagan ileague celebration etv

আজ জয়ের ফলে মোহনবাগানের 16 ম্যাচে পয়েন্ট হল 39 ৷ অন্য যে কোনও দল সর্বোচ্চ 38 পয়েন্টে পৌঁছাতে পারবে ৷ সেজন্য এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে আইলিগ এল মোহনবাগানের দখলে ৷

mohunbagan
মোহনবাগানের

By

Published : Mar 10, 2020, 6:59 PM IST

Updated : Mar 10, 2020, 9:41 PM IST

কল্যাণী, 10 মার্চ: মোহনবাগান শিবিরে ডবল সেলিব্রেশন ৷ হোলির উৎসবের সঙ্গে যোগ হল আইলিগ জয়ের আনন্দ ৷ এই নিয়ে পঞ্চমবার ভারত সেরার খেতাব জিতল মোহনবাগান ৷ মঙ্গলবার কল্যাণীর মাঠে আইজ়লকে 1-0 গোলে হারিয়ে দেয় কিবু ভিকুনার দল ৷ বাবা পাপা দিওয়ারার একমাত্র গোলে এবারের আইলিগ সবুজ মেরুনের ৷

চার ম্যাচ বাকি থাকতেই আইলিগ খেতাব ঘরে তোলার হাতছানি ছিল ৷ কল্যাণীর মাঠ সবুজ মেরুন রঙে রঙিন হয়ে উঠেছিল ৷ 2019-20 আইলিগ জয়ীদের বরণ করে নিতে কোনও খামতি রাখেনি মেরিনার্সরা ৷ কিন্তু প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেরও গোল আসছে না দেখে উদ্যমে খানিকটা হলেও ঘাটতি পড়েছিল সমর্থকদের ৷ একসময় মনে হচ্ছিল কল্যাণীতে হয়ত হল না ৷ খেতাব জিততে পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে ৷ ম্যাচের 80 মিনিটে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ৷ বেইতিয়ার পাস থেকে পাপা দিওয়ারার শট বিপক্ষ আইজ়লের জালে জড়াতেই কল্যাণী স্টেডিয়ামের গ্যালারি উদ্বেল হয়ে উঠল ৷ মুহূর্তে সবুজ মেরুন সমর্থকদের মুখে হাজার ওয়াটের আলো ৷ না, বেশি অপেক্ষা করতে হল না ৷ চার ম্যাচ বাকি থাকতেই লিগ ঢুকল গোষ্ঠ পাল সরণির ক্লাবটিতে ৷

একদিন আগে রিয়াল কাশ্মীরকে হারিয়ে বাগানের খেতাব জয়ের পথটা মসৃণ করে দেয় ইস্টবেঙ্গল ৷ চিরপ্রতিদ্বন্দ্বী এবং পড়শি ক্লাবের জয়ে বাগান শিবিরে উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিনই ৷ বাকি ছিল পাহাড়ের দলটিকে হারিয়ে আনুষ্ঠানিকভাবে খেতাব জয় ৷ মঙ্গলবার কল্যামীর মাঠে পাপা দিওয়ারার একমাত্র গোলে সেই কাজটুকু সুষ্ঠুভাবে সম্পন্ন হল ৷ কল্যাণীতে শেষ বাঁশি বাজতেই সমর্থক থেকে মোহনবাগান খেলোয়াড়, কোচ, কর্তারা মাঠে প্রবেশ করে লিগ জয়ের আনন্দে মাতেন ৷ এটা মোহনবাগানের দ্বিতীয় আইলিগ ৷ এর আগে তিনবার জাতীয় লিগ জিতেছিল গোষ্ঠ পাল সরণির ক্লাবটি ৷ সবমিলিয়ে পঞ্চমবার ভারত সেরার খেতাব জিতল শতবর্ষ পুরানো ক্লাবটি ৷

Last Updated : Mar 10, 2020, 9:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details