কলকাতা, 14 জুন : কোরোনা পরবর্তী পরিস্থিতিতে আই লিগ জয়ী ক্লাব মোহনবাগান শনিবার জানিয়েছিল 15 জুন ক্লাবের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে ৷ কিন্তু দিন দিন বাড়তে থাকা কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে আপাতত দরজা খোলার কথা প্রত্যাহার করে নিল মোহনবাগান ৷
কোরোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই জিততে ঘরে থাকার অনুরোধ করেছেন । সেই কথাকে মর্যাদা দিতেও ক্লাব না খোলার সিদ্ধান্ত নিলেন সবুজ মেরুন কর্তারা ।
সচিব সৃঞ্জয় বসু ই-মেইলের মাধ্যমে এই খবর জানান । আগে ঠিক হয়েছিল ক্লাবে প্রবেশ করার আগে বিধিনিষেধ মানতে হবে। ক্লাবের অর্থসচিব দেবাশিষ দত্ত বলেছিলেন, 15 জুন থেকে সদস্য সমর্থকদের জন্য ক্লাবের দরজা খোলা হলেও তা নিয়ম মেনে করা হবে । 65 বছরের বেশি বয়সের বৃদ্ধ এবং দশ বছরের কম বয়সিদের এই সময় ক্লাবে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল । সরকারের তরফে যা নির্দেশ দেওয়া হয়েছে তাও মেনে চলার কথা বলেছিলেন তিনি । শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকছিলেন না ক্লাব কর্তারা । যেসমস্ত সাধারণ দর্শক ক্লাবে আসবেন তাদের ক্লাবের গেটে শরীরের তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছিল । জুতো থেকে পোশাক জীবাণুমুক্ত করার ব্যবস্থা ছিল । ক্লাবলন এবং তাঁবুর বারান্দায় বেঞ্চে বসার সময় সামাজিক দুরত্ব মানার বিষয়টিও মাথায় রাখা হয়েছিল । ক্লাবের ক্যান্টিন খোলার কথা থাকলেও আসন সংখ্যায় রাশ টানার কথা বলা হয়েছিল । এমনকী এই বছর আই লিগ চ্যাম্পিয়ন হলেও বিজয়োৎসব করা হয়নি । কারণ লকডাউন । অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজয়োৎসবও স্থগিত রাখা হয়েছে ।