পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডার্বি অতীত,পাহাড়ে নতুন চ্যালেঞ্জ : কিবু ভিকুনা - উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান জনতা

পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা মনিপুরের ক্লাব দলের বিরুদ্ধে মোহনবাগান ধারে ও ভারে অনেকটাই এগিয়ে । কিন্তু পাহাড়ে তিন পয়েন্ট জিতে আসা সবসময় কঠিন । তার ওপর ডার্বির সাফল্যের পরে পয়েন্ট নষ্ট করার বদভ্যাস আছে মোহনবাগানের ৷ তাই মনিপুরে খেলতে যাওয়ার আগে দলকে সতর্ক করেছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ।

image
মোহনবাগান

By

Published : Jan 22, 2020, 7:49 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : ডার্বি জয়ের রেশ এখনও কাটেনি মোহনবাগানের ৷ দল চ্যাম্পিয়ন হবে ধরে নিয়েই উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান সমর্থকরা । ইতিমধ্যে কিবু ভিকুনার মোহনবাগান ইম্ফলে মুখোমুখি হচ্ছে নেরোকা FC-র ৷

পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা মনিপুরের ক্লাব দলের বিরুদ্ধে মোহনবাগান ধারে ও ভারে অনেকটাই এগিয়ে । কিন্তু পাহাড়ে তিন পয়েন্ট জিতে আসা সবসময় কঠিন । তার ওপর ডার্বির সাফল্যের পরে পয়েন্ট নষ্ট করার বদভ্যাস আছে মোহনবাগানের ৷ তাই মনিপুরে খেলতে যাওয়ার আগে দলকে সতর্ক করেছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । কারণ পাহাড়ে কিছুতেই পা হড়কাতে চান না তিনি ৷ ইতিমধ্যে তিনি বলেছেন, "আট ম্যাচে 17 পয়েন্ট পেয়ে আমরা শীর্ষে । পয়েন্ট টেবিলের এই অবস্থান সবসময় তৃপ্তির । তবে কুড়ি ম্যাচের লিগে আটটি ম্যাচ খেলে ফেলার অর্থ মাত্র 40 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে । বাকি 60 শতাংশ ম্যাচে লড়াই কঠিন । দলের ছন্দ ধরে রাখা জরুরি ।" নেরোকা FC দলটি যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন কিবু । বিশেষ করে নিজেদের মাঠে প্রতিপক্ষের জন্যে কঠিন অঙ্ক তৈরি করে রাখে তারা । তাই নেরোকা FC-র বিরুদ্ধে দলের রাশটা আরও শক্তভাবে ধরতে চান বাগান কোচ ।

ইতিমধ্যে ডার্বি জিতলেও দলের খেলায় কোচ খুশি নন । তা তিনি সাংবাদিক সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন ৷ তবে শুধু কোচ একা নন, দলের নবাগত স্ট্রাইকার পাপা বাবা দিওয়াড়াও সতীর্থদের আত্মতুষ্টি নিয়ে সতর্ক করেছেন । দিওয়াড়া ডার্বিতে গোল পাওয়ায় চিন্তা কমেছে সবুজ মেরুন কোচের । বলছেন, "পাপার ফুটবল নৈপুণ্য নিয়ে সন্দেহ ছিল না । দিন যত গড়াবে পাপা বাবা দিওয়াড়া ভালো তত খেলবেন ।"

ABOUT THE AUTHOR

...view details