পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইজ়ল FC-র বিরুদ্ধে দুপুরে মাঠে নামছে মোহনবাগান - আইজ়ল FC

আই লিগের প্রথম ম্যাচে আজ আইজ়ল FC-র বিরুদ্ধে দুপুরে খেলতে নামছে মোহনবাগান । পাহাড়ি উচ্চতা, ঠাণ্ডা এবং কৃত্রিম ঘাসের মাঠে না খেলার অনভ্যস্ততা মাঠের বাইরে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ । কিন্তু বাগানের হেডস্যার কিবু ভিকুনা সেসব পাত্তা দিতে রাজি নন । তাঁর মতে যেকোনও প্রতিযোগিতাই কঠিন । তাই জয়ই একমাত্র লক্ষ্য ।

ফাইল ফোটো
ফাইল ফোটো

By

Published : Nov 30, 2019, 3:41 AM IST

কলকাতা, 30 নভেম্বর : আই লিগের প্রথম ম্যাচ খেলতে নামার আগে স্ট্যান্স বদলে ফেললেন কিবু ভিকুনা । আজ স্ট্যানলি রোজারিওর আইজ়ল FC-র বিরুদ্ধে দুপুর বেলা খেলবে মোহনবাগান । পাহাড়ি উচ্চতা, ঠাণ্ডা এবং কৃত্রিম ঘাসের মাঠে না খেলার অনভ্যস্ততা মাঠের বাইরে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ । কিন্তু বাগানের হেডস্যার সেসব পাত্তা দিতে রাজি নন । তাঁর মতে যেকোনও প্রতিযোগিতাই কঠিন । প্রথম ম্যাচ সবসময়ই আরও কঠিন হয়ে থাকে । এই অবস্থায় নিজেদের সেরাটা নিংড়ে দেওয়াই যেকোনও পেশাদার দল ও ফুটবলারদের একমাত্র কাজ হওয়া উচিত ।

আইজ়ল FC- র বিরুদ্ধে সেই কাজটিই তাঁরা করতে চান বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন । ইতিমধ্যে আইজ়লের কৃত্রিম ঘাসের মাঠের সঙ্গে মানিয়ে নিতে দু'দিন অনুশীলন করেছে মোহনবাগান । এখানকার কৃত্রিম ঘাসের মাঠ নিয়ে অসন্তোষ রয়েছে । কারন টার্ফের বেহাল দশা । বেশ কয়েকটি গর্তও রয়েছে । ফলে ফুটবলারদের চোট লাগার আশঙ্কা রয়েছে বলে মনে করছে মোহনবাগান থিঙ্কট্যাঙ্ক । এই অবস্থায় দাঁড়িয়ে তা নিয়ে অজুহাত খাড়া করতে চায় না তারা । কিবু ভিকুনা বলছেন, "ট্রফি জয়ই একমাত্র লক্ষ্য ।" তবে লক্ষ্যে পৌঁছতে ধাপে ধাপে এগোতে চান তিনি । দলকেও সেভাবেই তৈরি করতে চান । তাই আইজ়লে খেলার পরে 3 টি ম্যাচ ঘরের মাঠে থাকলেও তা নিয়ে আলোচনা নেই সবুজ মেরুন ড্রেসিংরুমে । কিবু ভিকুনা বলছেন, "ইতিমধ্যে 20 টি ম্যাচ আমরা খেলেছি । তাই গত একমাস প্রতিযোগিতামূলক খেলার মধ্যে না থাকলেও নিজেদের শক্তি বা দুর্বলতা জানা আছে এবং সেভাবেই প্রস্তুতি চলছে ।"

আজকের ম্যাচে পাঁচ বিদেশি খেলানোর সুযোগ পাচ্ছে বাগান । তবে কিবু ভিকুনা মনে করেন ভারতীয় ফুটবলাররাই দলের নিউক্লিয়াস । ডুরান্ড, কলকাতা লিগ, শেক জামাল আর্ন্তজাতিক টুর্নামেন্টে মোহনবাগান অংশ নিলেও প্রাপ্তির ভাড়ার শূন্য । আক্রমণ ও রক্ষণের তালমিলের অভাবে বারবার ব্যর্থতা এসেছে । আইজ়ল FC- র বিরুদ্ধে খেলার সময় সেই বিষয়ে সতর্ক থাকতে চায় তারা । প্রতিপক্ষ আইজ়ল FC- কে শক্তিশালী দল হিসেবে সমীহ করছেন সবুজ- মেরুন কোচ । প্রতিপক্ষ দলের তারুণ্য, গতি এবং স্থানীয় সমর্থন যে বড় বাধা তাও তিনি মানছেন । তবে সবকিছু ছাপিয়ে জয়ই একমাত্র লক্ষ্য।

আইজ়ল FC কোচ স্ট্যানলি রোজারিও দলের প্রশংসা করেছেন । মিজ়োরাম লিগে 31 পয়েন্ট নিয়ে সবার উপরে শেষ করেছে তারা । দলের গড় বয়স 22 এবং বেশিরভাগ ফুটবলার ক্লাবের নিজস্ব অ্যাকাডেমি থেকে উঠে এসেছে । এদের সঙ্গে আলফ্রেডদের মত কলকাতা মাঠে খেলে যাওয়া বিদেশি রয়েছে । ফলে স্থানীয় সমর্থন ও গতির অস্ত্রে মোহনবাগানের জন্যে কঠিন প্রশ্নপত্য সাজাতে চায় তারা ।

ABOUT THE AUTHOR

...view details