পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ড্র দিয়ে আই লিগ শুরু মোহনবাগানের - কলকাতা

দুই পয়েন্ট পাহাড়ে ফেলে এল মোহনবাগান । আই লিগের প্রথম ম্যাচে আইজ়ল FC-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সবুজ মেরুন ব্রিগেড । বাইরের মাঠ থেকে অন্তত এক পয়েন্ট আসায় খুশি বলে জানিয়েছেন সবুজ-মেরুন কোচ কিবু ভিকুনা ।

মোহনবাগান
মোহনবাগান

By

Published : Nov 30, 2019, 6:44 PM IST

কলকাতা, 30 নভেম্বর : দুই পয়েন্ট পাহাড়ে ফেলে এল মোহনবাগান । আই লিগের প্রথম ম্যাচে আইজ়ল FC-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সবুজ মেরুন ব্রিগেড । বাইরের মাঠ থেকে অন্তত এক পয়েন্ট আসায় খুশি বলে জানিয়েছেন সবুজ-মেরুন কোচ কিবু ভিকুনা । তবে, তাঁর খুশির পরিমাণ বাড়তে পারত যদি প্রথমার্ধের শুরুতে সুয়ের ভিপি, কলিনাসরা সুযোগ নষ্টের প্রতিযোগিতা না করতেন ।

আই লিগের আগে মোহনবাগানের তিন প্রতিযোগিতার ব্যর্থতার কারণ, স্ট্রাইকারদের গোলমুখে ব্যর্থতা ও রক্ষণে ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝি । আইজ়লের মাটিতে একই ভুলের পুনরাবৃত্তি । মিজ়োরামের রাজীব গান্ধি স্টেডিয়ামে খেলার শুরুতে সবুজ মেরুন স্ট্রাইকাররা একাধিক সুযোগ নষ্ট করেন । যা কাজে লাগাতে পারলে মোহনবাগান অন্তত দু'গোলে এগিয়ে যেতে পারত । চার বিদেশিকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন কিবু ভিকুনা । ফ্রান মোরান্তে, ড্যানিয়েল সাইরাসকে প্রতিপক্ষ রক্ষণ সামলানোর ভার দিয়েছিলেন তিনি । মাঝমাঠে জোসেবা বেইটিয়ার হাতে ছিল খেলার নিয়ন্ত্রণ । আক্রমণে জুলিয়ান কলিনাসের সঙ্গে সুয়ের ভিপির উপর ছিল গোল করার কাজ ।

অন্যদিকে আইজ়লের কোচ স্ট্যানলি রোজ়ারিও, রিচার্ড কাসাগা ও আলফ্রেড ছাড়া কোনও বিদেশিকে দলে রাখেননি । উইলিয়াম, আইজ্যাকের মতো স্থানীয় ফুটবলাররাই ছিলেন রোজ়ারিওর USP । তাঁরাই প্রাথমিক ধাক্কা সামলে বিরতির আগে দু'বার গোল করার মতো সুযোগ তৈরি করে ফেলেছিলেন । কিন্তু গোলমুখে ভেদশক্তির অভাব তাঁদের কাজের কাজটি করতে দেয়নি । বিরতির পরে মোহনবাগান ফের চাপ বাড়াতে থাকে । এই সময় কিবু ভিকুনা আরও চাপ বাড়াতে সালভো চামারোকে মাঠে নামান । কিন্তু, তাতেও আইজল FC-র গোলমুখ খোলা সম্ভব হয়নি ।

আইজ়ল FC-র পরের খেলা 6 ডিসেম্বর । প্রতিপক্ষ নেরোকা FC । মোহনবাগান ঘরের মাঠে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে 8 ডিসেম্বর । প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স ।

ABOUT THE AUTHOR

...view details