কলকাতা, 30 নভেম্বর : দুই পয়েন্ট পাহাড়ে ফেলে এল মোহনবাগান । আই লিগের প্রথম ম্যাচে আইজ়ল FC-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সবুজ মেরুন ব্রিগেড । বাইরের মাঠ থেকে অন্তত এক পয়েন্ট আসায় খুশি বলে জানিয়েছেন সবুজ-মেরুন কোচ কিবু ভিকুনা । তবে, তাঁর খুশির পরিমাণ বাড়তে পারত যদি প্রথমার্ধের শুরুতে সুয়ের ভিপি, কলিনাসরা সুযোগ নষ্টের প্রতিযোগিতা না করতেন ।
আই লিগের আগে মোহনবাগানের তিন প্রতিযোগিতার ব্যর্থতার কারণ, স্ট্রাইকারদের গোলমুখে ব্যর্থতা ও রক্ষণে ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝি । আইজ়লের মাটিতে একই ভুলের পুনরাবৃত্তি । মিজ়োরামের রাজীব গান্ধি স্টেডিয়ামে খেলার শুরুতে সবুজ মেরুন স্ট্রাইকাররা একাধিক সুযোগ নষ্ট করেন । যা কাজে লাগাতে পারলে মোহনবাগান অন্তত দু'গোলে এগিয়ে যেতে পারত । চার বিদেশিকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন কিবু ভিকুনা । ফ্রান মোরান্তে, ড্যানিয়েল সাইরাসকে প্রতিপক্ষ রক্ষণ সামলানোর ভার দিয়েছিলেন তিনি । মাঝমাঠে জোসেবা বেইটিয়ার হাতে ছিল খেলার নিয়ন্ত্রণ । আক্রমণে জুলিয়ান কলিনাসের সঙ্গে সুয়ের ভিপির উপর ছিল গোল করার কাজ ।