কলকাতা, 9 মে: ফুটবলের প্রতি ভারতীয়দের আবেগ থেকে অভিভূত তিনি । স্পেনের উদ্দেশে পাড়ি দেওয়ার আগে জানিয়ে গিয়েছিলেন । দেশে ফেরার পরও মোহনবাগানের আইলিগ জয়ের অন্যতম কারিগর ফ্রান গঞ্জালেসের মুখে শুধু ভারতের নাম । বলেছেন, ভারতীয় সমর্থকদের সঙ্গে ফের দেখা হবে । গঞ্জালেসের এই বক্তব্যে ভারতীয় ফুটবলে তাঁর প্রত্যাবর্তনের আভাস পাচ্ছে এদেশের ফুটবলপ্রেমীরা ।
"শীঘ্রই দেখা হবে", প্রত্যাবর্তনের জল্পনা উসকে দিলেন ফ্রান গঞ্জালেস - কেরালা ব্লাস্টার্স
সবুজ মেরুন জার্সিতে আইলিগে দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ফ্রান গঞ্জালেস । তাঁকে নতুন মরশুমে দলে নিতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব ।
মাঠে তাঁর উপস্থিতিতে দাদাগিরি রয়েছে । মাঝমাঠে দাপুটে ফুটবলে প্রতিপক্ষের আক্রমণ ভাঙার চোয়াল চাপা লড়াইয়ের সঙ্গে গোল করার মরিয়া চেষ্টাও রয়েছে । মোহনবাগানের আইলিগ জয়ের অন্যতম কারিগর সম্প্রতি স্পেনে নিজের দেশে ফিরে গিয়েছেন । স্পেনে এই মারণ ভাইরাসের থাবা মারাত্মক। এই অবস্থায় কলকাতা থেকে সড়কপথে দিল্লি পৌঁছানোর পরে বিশেষ বিমানে আমস্টারডাম হয়ে স্পেনের মাটিতে পা দিয়েছেন কলকাতার দুই প্রধানে খেলতে আসা স্প্যানিশ কোচ এবং ফুটবলাররা । ফলে স্পেনে তারা কেমন আছেন তা নিয়ে উৎসাহ কম ছিল না সমর্থকদের । দীর্ঘ দশমাস পরে পরিচিত আবহে ফিরে সবুজ মেরুনের প্রাক্তনী জানিয়েছেন, আত্মীয়-পরিজনের সঙ্গে দেখা করে ভালো লাগছে । তিনি সুস্থ রয়েছেন ।
ফ্রান গঞ্জালেসের কথায়, "এই কঠিন সময়ে সদস্য সমর্থকদের উৎসাহ পেয়ে আমি অভিভূত । নিজের দেশে সুস্থ রয়েছি । তবে নিয়মানুসারে এবং সতর্কতার অঙ্গ হিসেবে 14 দিন ঘরবন্দী থাকতে হচ্ছে । দশমাস পর চেনা পরিবেশে ফিরে আসার অনুভূতি কথায় প্রকাশ কঠিন । খুব শীঘ্রই ভারতীয় ফুটবল ভক্তদের সঙ্গে দেখা হবে ।" আর তাঁর এই মন্তব্যেই জল্পনা শুরু হয়েছে । তাহলে কি ফের একবার ভারতীয় ফুটবলে দেখা যাবে গঞ্জালেসকে ?
সবুজ মেরুন জার্সিতে আইলিগে দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ফ্রান গঞ্জালেস । তাঁকে নতুন মরশুমে দলে নিতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব । ইতিমধ্যেই মোহনবাগানের হয়ে আইলিগ জেতা কোচ কিবু ভিকুনা ISL-এর ফ্র্যাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিয়েছেন । দর্শনীয় এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে শক্তিশালী দল গঠনের কথা বলেছেন তিনি । নিজের পরিচিত ফুটবলারদের নতুন দলে নেওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি তিনি । তাঁর তালিকায় ফ্রান গঞ্জালেস উপরের দিকে রয়েছেন বলে শোনা যাচ্ছে । ইয়েলো ব্রিগেড না কি অন্য কোনও ক্লাবে যোগ দেন ফ্রান গঞ্জালেস তা ভবিষ্যতেই দেখা যাবে ।