পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানে সই করলেন স্প্যানিশ স্ট্রাইকার সালভা

চ্যালেঞ্জ নিতেই মোহনবাগানে সই । জানালেন সালভার ।

mb

By

Published : Jun 19, 2019, 9:14 PM IST

Updated : Jun 19, 2019, 9:54 PM IST

কলকাতা, 19 জুন : দ্বিতীয় বিদেশি হিসেবে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে সই করাল মোহনবাগান । সালভাদোর পেরেজ মার্টিনেজ নামের এই স্ট্রাইকার গ্রিসের ডোক্সা ড্রামা FC থেকে কলকাতায় খেলতে আসছেন ।

29 বছর বয়সি ফরোয়ার্ড স্পেনের ওরিহুয়েলায় সালভা চামোরো নামে জনপ্রিয় । তবে নিজের ফুটবল কেরিয়ার স্পেনের ভিলারিয়াল ক্লাবে প্রথম খেলা শুরু করেছিলেন । 2008 থেকে 2012 সাল পর্যন্ত ভিলারিয়ালের বি ও সি দলে খেলেছেন । 2016 সালে বার্সেলোনা বি দলে খেলেছেন । 2013-14 মরসুমে ইউলাগোতেরাকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন । 11টি গোল করেছিলেন সালভাদোর পেরেজ মার্টিনেজ । শুধু স্পেন নয় পর্তুগাল, গ্রিস, হংকংয়েও খেলেছেন । মোহনবাগান কোচ কিবু ভিকুনা স্পেনের এই স্ট্রাইকারকে পছন্দ করেছেন ।

মোহনবাগানে সই করার পরে স্পেনের এই নয়া স্ট্রাইকার বলেছেন, "চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি । কিবুর সঙ্গে কথা বলার পরে ও মোহনবাগান সম্পর্কে খবর নেওয়ার পরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি । কোচ কিবু ভিকুনার সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি ।" নয়া স্প্যানিশ স্ট্রাইকারের যোগদানের পর মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, "নতুন স্প্যানিশ স্ট্রাইকারের যোগদানের খবরে আমরা খুশি । তাঁর সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী ।"

Last Updated : Jun 19, 2019, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details