পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সালভো চামারোকে ছেড়ে দিল মোহনবাগানে - mohunbagan

সালভো চামারোকে ছেড়ে দিল মোহনবাগান ৷ পরিবর্ত হিসাবে আসতে চলেছেন হংকং প্রিমিয়ার লিগে খেলা জর্জে ওর্তে গার্সিয়া ৷

image
সালভো চামারো

By

Published : Dec 14, 2019, 5:45 PM IST

Updated : Dec 14, 2019, 9:35 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : সালভো চামারোর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিল মোহনবাগান । শনিবার ক্লাবের পক্ষ থেকে চামারোকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় ৷ বার্সেলোনার বি দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্প্যানিশ স্ট্রাইকার মরশুমটা শুরু করেছিলেন দুরন্ত ভাবে ৷ তবে সময় যত এগিয়েছে ততই স্কোরিং বুট হারিয়ে ফেলেছেন তিনি । তারপর চোট পেয়ে অবস্থা এতটাই জটিল, যে ট্রাও FC-র বিরুদ্ধে সালভো চামারোকে প্রথম আঠারোতে রাখেননি মোহনবাগান কোচ কিবু ভিকুনা ।

জানুয়ারিতে আই লিগের দলবদলের সেকেন্ড উইন্ডো খুলছে । সেই সময় বেশ কয়েকজন ফুটবলার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন মোহনবাগানের হেডস্যার । সেই তালিকায় সালভো চামারোর নাম ছিল একেবারে প্রথমে । শোনা যাচ্ছে ত্রিনিদাদ টোবাগোর ডিফেন্ডার সাইরাসকেও ছেড়ে দিতে পারে মোহনবাগান ৷


সবুজ-মেরুন শিবিরে অঙ্কটা এখনও বেশ জটিল ৷ 22 নভেম্বর আই লিগের প্রথম ডার্বি । সেই ম্যাচের পারফরম্যান্সেই মোহনবাগানে দলবদলের অঙ্ক নির্ভর করবে । ডার্বিতে প্রথম এগারোয় স্প্যানিশ স্ট্রাইকারকে নামানো নিয়েও কথা হয় ৷ মনে করা হয়েছিল ইস্টবেঙ্গল রক্ষণে চাপ বাড়াতে ডার্বি পর্যন্ত রেখে দেওয়া হবে চামারোকে ৷ কিন্তু এদিনই ক্লাবের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হল তাঁকে ৷


চামারোর পরিবর্তনও ঠিক করে ফেলেছে মোহনবাগান কর্তারা ৷ বর্তমানে হংকং প্রিমিয়ার লিগে পেগাসাসের হয়ে খেলা জর্জে ওর্তে গার্সিয়াই হতে চলেছেন চামারোর পরিবর্ত । 26 বছরের এই স্ট্রাইকারের রিয়াল জারাগোজার হয়ে খেলার অভিজ্ঞতা আছে । ট্রাও ম্যাচে চার গোলে জয়ের রেশ কাটিয়ে মোহনবাগান এখন গোকুলাম FC ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত । কোচ কিবু ভিকুনা ইতিমধ্যে জানিয়েছেন, চার্চিল ম্যাচে তারা হারলেও ভালো খেলেছেন । ওই ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইছেন কিবু ।

Last Updated : Dec 14, 2019, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details