কলকাতা, 10 ডিসেম্বর : মোহনবাগানের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই । কাল ট্রাও FC-র বিরুদ্ধে ম্যাচে ছোটো ভুলে বড় ক্ষতি হলে গো ব্যাক ধ্বনি গর্জনে পরিণত হবে । বেশ বুঝতে পারছেন কোচ কিবু ভিকুনা । চার্চিলের বিরুদ্ধে 4-2 গোলে পরাজয় মোহনবাগানকে কাবু করে দিয়েছে ।
ট্রাও FC-র বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শপথ মোহনবাগানের
মোহনবাগানের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই । কাল ট্রাও FC-র বিরুদ্ধে ম্যাচে ছোটো ভুলে বড় ক্ষতি হলে গো ব্যাক ধ্বনি গর্জনে পরিণত হবে । বেশ বুঝতে পারছেন কোচ কিবু ভিকুনা । চার্চিলের বিরুদ্ধে 4-2 গোলে পরাজয় মোহনবাগানকে কাবু করে দিয়েছে । কিন্তু, সবুজ মেরুন কোচ কিবু ভিকুনার দাবি, বুধবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে চার্চিল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবেন তাঁরা ।
বুধবার কল্যাণী স্টেডিয়ামে কিবু ভিকুনার দলের বিরুদ্ধে নামছে ট্রাও FC । আই লিগের গত দুই ম্যাচে জয় অধরা সবুজ মেরুনের । তারপরই 'গো ব্যাক' স্লোগান উঠেছিল কোচ কিবু ভিকুনার বিরুদ্ধে । স্বাভাবিকভাবেই আগামীকাল ট্রাও FC-র বিরুদ্ধে জয় না হলে সেই স্লোগান যে গর্জনে পরিণত হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই । কিন্তু, সবুজ মেরুন কোচ কিবু ভিকুনা বলছেন, বুধবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে চার্চিল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবেন তাঁরা ।
আক্রমণ ও রক্ষণের ত্রুটি শুধু নয়, ট্রাও ম্যাচে নামার আগে গোলরক্ষক সমস্যায় মোহনবাগান । এর আগে চার গোল হজম করেছেন দেবজিৎ মজুমদার । ফলে বুধবারের ম্যাচে তাঁকে পরিবর্তনের পরিকল্পনা থাকলেও তা রূপায়নে একমাত্র বিকল্প শংকর রায় । কারণ, বিয়ের জন্য শিলটন পাল প্র্যাকটিসে নেই । এই অবস্থায় কিবু ভিকুনা বলছেন, দল ঘুরে দাঁড়াবে । এবং সেটা কালকের ম্যাচ থেকে । যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে জয়ের শপথ মোহনবাগানের ।