পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"বাবার নৈপুণ্যে আস্থা রাখছি", জানালেন কিবু ভিকুনা - Kashmir

প্রতিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক সারলেও সবুজ মেরুন চাণক্যের অন্যতম মাথাব্যথা উপত্যকার ঠান্ডা । যা সামলে ভালো ফুটবল বড় অন্তরায় হওয়ার সম্ভাবনা বেশি ।

কিবু ভিকুনা
কিবু ভিকুনা

By

Published : Jan 1, 2020, 10:59 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : আগামীকাল সকালে কাশ্মীর রওনা হচ্ছে মোহনবাগান । পাঁচ তারিখ আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ডেভিড রবার্টসনের দলের বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন । কাশ্মীর উপত্যকার ক্লাব দলটি চলতি আই লিগে কড়া মেজাজের ফুটবলের জন্যে বিপক্ষের ঘুম কেড়েছে । রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটিকে কঠিনতম লড়াই বলেই মনে করছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । প্রতিপক্ষ সম্বন্ধে হোমওয়ার্ক সারলেও সবুজ মেরুন চাণক্যের অন্যতম মাথা-ব্যথা উপত্যকার ঠান্ডা । ঠান্ডা সামলে ভালো ফুটবল বড় অন্তরায় হওয়ার সম্ভাবনা বেশি ।

বড়দিনের ছুটির পরে মোহনবাগান দল প্রথম ম্যাচ খেলতে নামছে । মাঝে দল গোছানোর সময় পেয়েছেন কোচ । তেমনই সালভো চামারোর বদলে সেনেগালের পাপা বাবা দিওয়ারা ও চোট পেয়ে ছিটকে যাওয়া কলিনাসের বদলে কাজখস্তানের কমরন তুর্সোভকে নেওয়া হয়েছে । সেনেগালের স্ট্রাইকার প্র্যাকটিসে প্রথম দিন থেকে নজর কাড়া । জোরালো শট, চকিতে টার্নিং এবং পাস বাড়ানোর ক্ষমতায় খুশি বাগানের স্প্যানিশ হেড স্যার । পাশাপাশি লা লিগার প্রথম সারির ক্লাবে খেলার অভিজ্ঞতা ও সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করার দক্ষতায় আস্থা না রেখে উপায় নেই । কিবু ভিকুনাও ব্য়তিক্রম নন । কাশ্মীরগামী সবুজ মেরুন দলে তিনি রয়েছেন । আশা করা হচ্ছে, গোল করার লোকের অভাব সেনেগালের স্ট্রাইকারের বুটে মিটবে ।

পুরো সময় খেলার মতো জায়গায় বাবা দিওয়ারা রয়েছেন কি না, তা নিয়ে মুখ খোলেননি সবুজ মেরুন কোচ । তবে, নবাগত স্ট্রাইকার যে একমাত্র ভরসা তা গোপন করছেন না । চোট পেয়ে কলিনাসের ছিটকে যাওয়া দলের কাছে বড় ধাক্কা, সে বিষয়ে আক্ষেপ এখনও কিবু ভিকুনার মুখে । তার বদলে আসা কমরন তুর্সোভকে প্রথম দিনে ভালো লাগলেও দলের সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে হবে বলে ধারণা ।

জানুয়ারি মাসে ব্যস্ত ক্রীড়াসূচি ও লম্বা যাত্রা পথের ঝক্কি সামলাতে হবে । এই মাসের ভালো পারফরমেন্স খেতাবের লড়াইয়ের রূপরেখা আঁকবে । কিবু ভিকুনা বলছেন, এই সমস্যা বা চ্যালেঞ্জ প্রতিটি দলের জন্য প্রযোজ্য । মাথা ঘামাচ্ছেন না । তবে, পাওয়া না পাওয়ার চ্যালেঞ্জ সরিয়ে মোহনবাগান যে কাশ্মীরের রিয়াল টেস্ট নিতে তৈরি তা বারবার জানিয়ে দিয়েছেন ভিকুনা ।

ABOUT THE AUTHOR

...view details