পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নাম-লোগোয় পরিবর্তন, নয়া মরশুমে নতুন চেহারায় হাবাসরা ?

শোনা যাচ্ছে, নতুন লোগোর নকশা তৈরির ব্যাপারে একটি বিখ্যাত কম্পানিকে বরাত দেওয়া হয়েছে । তবে সবুজ মেরুন জার্সিতে কোনও বদল আসছে না ।

mohunbagan-atk
mohunbagan-atk

By

Published : May 4, 2020, 5:59 PM IST

কলকাতা, 4 মে: ISL চ্যাম্পিয়ন ATK এবং আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান গাঁটছড়া বেঁধে নতুন মরশুমে আত্মপ্রকাশ করত চলেছে । দেশের সর্বোচ্চ লিগের দুই চ্যাম্পিয়নের একজোট হয়ে নামা নিঃসন্দেহে ঐতিহাসিক । কিন্তু এই সংযুক্তিকরণে ধাক্কা খাবে নাতো কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবের 130 বছরের গরিমা ? ATK ও মোহনবাগানের সংযুক্তিকরণের পরবর্তী অধ্যায় নিয়ে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে ।

ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা একাধিকবার বলেছেন যে, মোহনবাগান দাদা ক্লাব । ATK সেখানে নেহাতই শিশু । 80 শতাংশ শেয়ার সত্ত্বেও তিনি সবুজ মেরুনের ঐতিহ্য ও সমর্থকদের আবেগ ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন । একই সঙ্গে জানিয়েছেন বোর্ড মিটিংয়ে এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে । সেখানে অংশীদারিত্বের বেশি-কম প্রভাব ফেলবে না ।

ATK-র জনসংযোগ আধিকারিক জয়নীল মুখোপাধ্যায় বলছেন পুরো বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে । জুন মাসে বৈঠক হওয়ার কথা রয়েছে । তাঁর কথায়, "লকডাউন ওঠার পর পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা হবে । জুন মাসে বৈঠক হওয়ার কথা রয়েছে । তবে তা জুলাইয়ের প্রথম সপ্তাহেও হতে পারে । এই সংযুক্তির পরের ধাপ কি হবে তার রূপরেখা বোর্ড মিটিংয়ে ঠিক হবে । তবে এখন সবকিছু একদম প্রাথমিক স্তরে রয়েছে ।" ATK-মোহনবাগানের সংযুক্তিকরণকে স্বাগত জানিয়েছেন সবুজ মেরুন সমর্থকরা । তবে তাদের মনে অনেক প্রশ্ন । জয়নীল মুখোপাধ্যায় জানিয়েছেন, লোগো-জার্সি-নাম নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড ।

শোনা যাচ্ছে, নতুন লোগোর নকশা তৈরির ব্যাপারে একটি বিখ্যাত কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে । তারা কয়েকটি নমুনা তৈরি করে পেশ করবেন । আলোচনার মাধ্যমে তা বেছে নেওয়া হবে । তবে সবুজ মেরুন জার্সিতে কোনও বদল আসছে না । প্রথমে জার্সিতে লাল-সাদা রং জুড়ে দেওয়ার কথা ভাবা হয়েছিল । কিন্তু মোহনবাগান সমর্থকদের ভাবাবেগের কথা চিন্তা করে তা খারিজ করা হয়েছে । তবে নামের ক্ষেত্রে মোহনবাগানের আগে ATK বসানো হবে । UB-র সঙ্গে চুক্তির সময় মোহনবাগানের আগে ম্যাকডয়েল নামটি ছিল । সেই উদাহরণ টেনেই মোহনবাগানের আগে ATK বসানোর কথা বলা হচ্ছে যাতে বিষয়টি নিয়ে আপত্তি তোলার জায়গা না থাকে ।

যাবতীয় পরিকল্পনা প্রাথমিক স্তরে রয়েছে । বোর্ডের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে । জয়নীল মুখোপাধ্যায় বলছেন, বিদেশি ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে । কোচ অ্যান্তোনিও হাবাসের সঙ্গেও কথা হচ্ছে নিয়মিত । লকডাউনের পরবর্তী সময়ে বিদেশিদের ভারতে আসার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় তা দেখা হবে । তাই নতুন চেহারায় হাবাস ব্রিগেড নামবে কি না তা জানতে অপেক্ষাই একমাত্র পথ ।

ABOUT THE AUTHOR

...view details