কলকাতা, 15 এপ্রিল: পয়লা বৈশাখ, অথচ ময়দানের চেনা ছবি এইবার উধাও । ক্লাবগুলিতে নেই সমর্থকদের ভিড় । বারপুজো নিয়েও কোনও উন্মাদনা লক্ষ্য করা যায়নি ময়দানে । কোরোনার জেরে দেশজুড়ে লকডাউন । তাই আনুষ্ঠানিক বারপুজো সম্ভব হয়নি । কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সোশাল ডিসট্যান্সিং জরুরি । তাই বারপুজোর নামে সদস্য সমর্থকদের নববর্ষের সকালে ক্লাব প্রাঙ্গণে উপস্থিতির ওপরে নিষেধাজ্ঞা জারি করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান । তবে দুই ক্লাবে পুজো থামেনি । রীতি মেনে দর্শকশূন্য দুই ক্লাবে বারপুজো হয়েছে । তবে ময়দানের রাজস্থান ক্লাব ব্যস্ত থাকল কোরোনা সচেতনার প্রচারে ।
ফাঁকা ময়দানে চুপিসারে বারপুজো দুই প্রধানের - কলকাতায় কোরোনার প্রকোপ
প্রতি বছরের মতো এবছরও বারপুজো করতে মোহনবাগান ক্লাবে এসেছিলেন বাবু হালদার । কালিঘাটের বিশিষ্ট পুরোহিত এবছরও বারপুজো করলেন, তবে সেই চির-পরিচিত উৎসবের পরিবেশে নয় । খালি মোহনবাগানের মাঠে সমস্ত আচার রীতি মেনে নতুন গোলপোস্টের পুজো করলেন তিনি ।
প্রতিবছরের মতো এবছরও বারপুজো করতে মোহনবাগান ক্লাবে এসেছিলেন বাবু হালদার । কালিঘাটের বিশিষ্ট পুরোহিত এবছরও বারপুজো করলেন, তবে সেই চির-পরিচিত উৎসবের পরিবেশে নয় । খালি মোহনবাগানের মাঠে সমস্ত আচার রীতি মেনে নতুন গোলপোস্টের পুজো করলেন তিনি । খেলোয়াড়দের সাজঘরেও পুজো করেন তিনি । তবে সমস্ত কর্মকাণ্ডে মোহনবাগানের সদস্য, সমর্থক,পদাধিকারীরা উপস্থিত ছিলেন না ।
একই ছবি ইস্টবেঙ্গল ক্লাবও । সেখানেও পদাধিকারীদের অনুপস্থিতিতে পুরোহিত বার পুজো করেন । রাজস্থান ক্রিকেট ক্লাব কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে মাস্ক, গ্লাভস বিলি করা হয় । কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবের মালিদের হাতে গ্লাভস ও মাস্ক তুলে দেওয়া হয় । এছাড়াও ইডেনে এবং যাদবপুর ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাসের মালিদেরও গ্লাভস ও মাস্ক দেওয়া হয় । বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন । অথচ ময়দান পুরো ফাঁকা । এই দৃশ্য ময়দান শেষ কবে দেখেছে তা মনে করা দায় । তাই বছরের প্রথম দিনে বারপুজোর মাধ্যেমে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার ময়দানের ক্লাবগুলির ।