পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লিগ টেবিলের ফার্স্ট বয়কে হারাল মোহনবাগান - কলকাতা লিগে মোহনবাগানের কাছে হারল ভাবানীপুর

স্কোর বলছে কিবু ভিকুনার দল জয়ী 2-0 গোলে । 29 মিনিটে রোমারিও জেসুরাজের গোলের পরে 56 মিনিটে নওরেমের গোল । দু'গোলে জিতলেও মোহনবাগান আরও বড় ব্যবধানে জিততে পারত । প্রথমার্ধে অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান । সঠিক পাস ও উইং ব্যবহার করে প্রথম থেকেই খেলার রাশ নিজেদের পায়ে তুলে নিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড । কিন্তু গোলমুখে ফ্রান গঞ্জালেস, সালভো চামারো, ব্রিটোরা বারবার বল নিয়ে আসলেও তা থেকে ফায়দা তুলতে ব্যর্থ ।

কিবু ভিকুনা

By

Published : Sep 6, 2019, 1:23 AM IST

Updated : Sep 6, 2019, 6:00 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : শহর থেকে দূরে শিল্পাঞ্চল কল্যাণীর গঠনশৈলিতে পরিকল্পনার ছাপ । কল্যাণী স্টেডিয়ামের মাঠ সেই পরিকল্পনার ফসল । সবুজ গালিচা বিছানো মাঠ তাই কোচ ও ফুটবলারদের প্রথম পছন্দ । কাদা ভরা ময়দানের মাঠ মানে জোর যার মুলুক তার ফুটবল । তাই কল্যাণী স্টেডিয়ামের মাঠ মানেই পাসের ফুলঝুরি ।

আরও পড়ুন : আমনার লড়াই সত্ত্বেও জয়ী ইস্টবেঙ্গল

মোহনবাগান বনাম ভবানীপুর ক্লাবের ম্যাচটি পয়েন্ট টেবিলের বিচারে ছিল ফার্স্ট বয় বনাম আট নম্বরের লড়াই । যদিও দুই কোচ সংখ্যাতত্ত্বের কচকচানিতে নজর দিতে চাননি । বরং তাঁদের মুখে ছিল ভালো ফুটবলের কথা ।

স্কোর বলছে কিবু ভিকুনার দল জয়ী 2-0 গোলে । 29 মিনিটে রোমারিও জেসুরাজের গোলের পরে 56 মিনিটে নওরেমের গোল । দু'গোলে জিতলেও মোহনবাগান আরও বড় ব্যবধানে জিততে পারত । প্রথমার্ধে অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান । সঠিক পাস ও উইং ব্যবহার করে প্রথম থেকেই খেলার রাশ নিজেদের পায়ে তুলে নিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড । কিন্তু গোলমুখে ফ্রান গঞ্জালেস, সালভো চামারো, ব্রিটোরা বারবার বল নিয়ে আসলেও তা থেকে ফায়দা তুলতে ব্যর্থ ।

30 ও 42 মিনিটে কামোর পা থেকে দু'বার নিশ্চিত গোল বাঁচান মোহনবাগান গোলরক্ষক । দু'দুটো সহজ সুযোগ নষ্ট করতে দেখে বিস্মিত কোচ শংকরলাল । ম্যাচ শেষে বলেছেন, কঠিন গোল এর আগে করেছেন কামো বায়ো । কিন্তু এদিন সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি ।

বিরতির পরে খেলা শুরু হলে দশ মিনিটের মধ্যে ফ্রান মোরান্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন ভবানীপুরের অনুপ থেরেস । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে রেফারি লাল কার্ড না দেখালে পারতেন বলে অভিমত দিয়েছেন কিবু ভিকুনা । বাকি সময় শংকরলালের দল দশ জনে খেলে । রেফারিকে এভাবে লাল কার্ড দেখাতে দেখে ক্ষুব্ধ শংকরলাল । কটাক্ষের সুরে বলেছেন, রেফারিকে দেখে তার ধন্যি মেয়ে সিনেমার ফুটবল খেলার রেফারি তোতলা ভট্টাচার্যকে মনে পড়ছিল ।

দুরন্ত ফুটবল খেলে ম্যাচের সেরা সবুজ মেরুনের শেখ সাহিল । পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে মোহনবাগান । রবিবার প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ । কিবু ভিকুনা বলেছেন, দলের খেলায় তিনি খুশি । আপাতত ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ । কারণ কলকাতা লিগের প্রতিটি দল কঠিন । তাই হালকাভাবে নেওয়ার প্রশ্ন নেই ৷

Last Updated : Sep 6, 2019, 6:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details