পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সাত মাস পরে আই লিগ ট্রফি হাতে পাচ্ছে মোহনবাগান

চলতি বছরের মার্চ মাসের দশ তারিখ কল্যাণী স্টেডিয়ামে আইজল FC-র বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার সঙ্গে আই লিগ চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করেছিল সবুজ-মেরুন ব্রিগেড । পাপা বাবাদিওয়াড়া একমাত্র গোলটি করেছিলেন ।

মোহনবাগান
মোহনবাগান

By

Published : Oct 1, 2020, 7:12 PM IST

কলকাতা, 1 অক্টোবর : আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সাতমাস পরে ট্রফি হাতে পাচ্ছে মোহনবাগান । আগামী 17 অক্টোবর ক্লাব প্রাঙ্গণে নিয়ন্ত্রিত পরিবেশে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ।

চলতি বছরের মার্চ মাসের দশ তারিখ কল্যাণী স্টেডিয়ামে আইজল FC-র বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার সঙ্গে আই লিগ চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করেছিল সবুজ-মেরুন ব্রিগেড । পাপা বাবাদিওয়াড়া একমাত্র গোলটি করেছিলেন । কিন্তু চার রাউন্ড আগে খেতাব নিশ্চিত হলেও ট্রফির উৎসব করা যায়নি। কারণ অতিমারির ফলে দেশজুড়ে শুরু হয় লকডাউন ৷ ফলে বাতিল করতে হয় আই লিগ । সেই সময় ফেডারেশনের পক্ষ থেকে বলা হয় আই লিগ ট্রফি মোহনবাগানের হাতে তুলে দেওয়া হবে। তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন।

সাধারণত চ্যাম্পিয়ন দলকে মাঠেই ট্রফি দিয়ে থাকে AIFF । কিন্তু বর্তমান অবস্থায় তা সম্ভব হয়নি। ফেডারেশন সচিব কুশল দাস ট্রফি তুলে দেওয়ার জন্য উপস্থিত থাকবেন । ক্লাব প্রাঙ্গণে ট্রফি প্রদান অনুষ্ঠান আয়োজনের জন্য মোহনবাগানের কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন । তবে ট্রফি প্রদান অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সদস্যরা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। তাদের ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকার ব্যবস্থা করা হয়েছে। মোহনবাগান কার্যকরী কমিটি ইতিমধ্যে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে ISL খেলার ব্যাপারে সম্মতি দিয়েছে। ক্লাবের বাকি ক্রীড়াবিভাগ যেমন,ক্রিকেট, হকি টেনিস অ্যাথলেটিক্স মোহনবাগানের হাতেই থাকছে। চলতি মাসের 16 তারিখ মোহনবাগান ক্লাব তাঁবু সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details