পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডার্বিতে চাপে থাকবে এটিকে মোহনবাগান : ফাওলার - রবি ফাওলারের SC ইস্টবেঙ্গল

প্রথম ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ এটিকে মোহনবাগান । সূচি প্রকাশের পর লাল হলুদ হেডস্যার বলছেন, তিনি আনন্দিত । দলের ছেলেদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে । তাই মাঠে নামার জন্য মুখিয়ে । প্রথম ম্যাচেই প্রতিপক্ষ গতবছরের চ্যাম্পিয়ন আন্তেনিও লোপেজ হাবাসের দল । বহু প্রতিক্ষিত ডার্বিতে শুরুতে নামতে হবে পিলকিংটনদের ।

Robbie Fowler
Robbie Fowler

By

Published : Oct 30, 2020, 8:36 PM IST

কলকাতা, 30 অক্টোবর : ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশিত । প্রথম পর্বে ইস্টবেঙ্গলের কোনও খেলা নেই । এগারো পর্বের যে সূচি প্রকাশিত হয়েছে তাতে দ্বিতীয় পর্বের শুরুতে দৌড় শুরু করবে রবি ফাওলারের SC ইস্টবেঙ্গল ।

প্রথম ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ এটিকে মোহনবাগান । সূচি প্রকাশের পরে লাল হলুদ হেডস্যার বলেছেন তিনি আনন্দিত । দলের ছেলেদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে । তাই মাঠে নামার জন্য মুখিয়ে । প্রথম ম্যাচেই প্রতিপক্ষ গতবছরের চ্যাম্পিয়ন আন্তেনিও লোপেজ হাবাসের দল । বহু প্রতীক্ষিত ডার্বিতে শুরুতে নামতে হবে পিলকিংটনদের । ফলে প্রথম ম্যাচেই থাকছে সমর্থকদের প্রত্যাশা ছোঁয়ার সুযোগ ।

তবে শুধুমাত্র ডার্বি নিয়ে ভাবতে রাজি নন ফাওলার । কারণ লিগের প্রতিটি দল শক্তিশালী এবং প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ বলে মনে করেন । ডার্বি নিয়ে আলাদা শব্দ খরচ করতে রাজি নন । তবে শুরুতেই চ্যালেঞ্জ সামলাতে হবে দেখে খুশি । বাড়তি চাপ তাঁর দলের উপর থাকবে না বলে ফাওলার মনে করেন । বরং 27 নভেম্বর চাপ থাকবে এটিকে মোহনবাগানের উপর বলে জানিয়েছেন তিনি ।

14 দিনের কোয়ারানটিন পর্ব সেরে মাঠে নামেন ফাওলার । পুরো দল নিয়ে অনুশীলন করেছেন । ফুটবলারদের দ্রুত বুঝে নিয়ে দল তৈরি করতে চান বলে জানিয়েছেন লাল-হলুদ হেডস্যার । আশা করছেন, নির্বাসন পর্ব কাটিয়ে মাঠে নামার আনন্দ দলের ফুটবলাররাও উপভোগ করছেন । প্রকাশিত সূচি দেখে খুশি । ডার্বির চ্যালেঞ্জ সহ লিগে ভালো ফল করার জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে তৈরি রবি ফাওলার ।

ABOUT THE AUTHOR

...view details