কলকাতা, 18 অগাস্ট : সেমিফাইনালের আগে দলের রিজ়ার্ভ বেঞ্চকে দেখে নিতে চেয়েছিলেন কিবু ভিকুনা । ডুরান্ড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচ৷ তার উপর শেষ চারে জায়গা পাকা । তাই প্রথম একাদশে সাতটি বদল করেছিলেন । বদলের হাওয়ায় মোহনবাগান অনেকটাই তরতাজা । 90 মিনিটের শেষে স্কোরবোর্ড মোহনবাগানের পক্ষে 1-0 । 56 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফ্রান্সিসকো গঞ্জ়ালেস ।
তিন ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান - MB
ডুরান্ড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভিকে 1-0 গোলে হারাল মোহনবাগান ৷ নজর কাড়লেন শুভ ঘোষ ।
ISL ছেড়ে ফের আই লিগের দলে দেবজিৎ মজুমদার । ATK থেকে ফের মোহনবাগানে আসার পর প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে নামলেন । হরিকৃষ্ণর একটি জোরালো শট বাঁচানো ছাড়া নেভির বিরুদ্ধে তেমন পরীক্ষার সামনে পড়তে হয়নি । নতুন মুখের ভিড়ে মোহনবাগান জার্সিতে নজর কাড়লেন শুভ ঘোষ । অমিয় ঘোষের কোচিংয়ে ফুটবলের হাতেখড়ি হওয়া শ্যামনগরের ছেলেটি সঠিকভাবে বেড়ে উঠেছে বাগান অ্যাকাডেমিতে । চলতি বছরের শুরুতে কিবু ভিকুনা সিনিয়র দলে নিয়েছেন । প্রথম ম্যাচেই শুভ বোঝালেন, তাঁর উপর আস্থা রেখে কোচ কোনও ভুল করেননি ।
ফ্রান গঞ্জ়ালেস ছাড়া অন্য বিদেশিদের প্রথম একাদশে রাখেননি মোহনবাগান কোচ । সেমিফাইনালের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । মাঝমাঠে বেইটা ও আক্রমণ ভাগে সালভো চামারো চলতি মরসুমে মোহনবাগানের প্রাণভোমরা । গত চারটে ম্যাচে এই দুজনের ক্রীড়া নৈপুণ্যে দল নিয়ন্ত্রিত হয়েছে । শনিবাসরীয় যুবভারতীতে তাঁদের অনুপস্থিতিতে মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ ছিল ৷ নিজেদের প্রমাণ করার তাগিদে নেমেছিলেন শুভ, দেবজিৎরা ৷ তাতে মোটের উপর ভালোভাবেই উতরেছেন ভিকুনার ছেলেরা ৷ তবে, ম্যাচে দাপট থাকলেও গোলের সংখ্যার দিক দিয়ে ব্যর্থ সবুজ-মেরুন ৷ ম্যাচের একমাত্র গোল আসে পেনাল্টি থেকে ৷