কলকাতা, 24 অগাস্ট : কাটল না 19 বছরের খরা ৷ তীরে এসে তরি ডুবল মোহনবাগানের ৷ ফাইনালে গোকুলাম এফ সি'র কাছে 2-1 গোলে হারলেন কিবু ভিকুনার ছেলেরা ৷ সেমিফাইনাল ও ফাইনালে দুই প্রধানকে হারিয়ে যুবভারতী থেকে কেরালায় ডুরান্ড কাপ নিয়ে গেল গোকুলাম ৷ এটাই সর্বভারতীয় স্তরে প্রথম ট্রফি কেরালার ক্লাব দলটির ৷ আর সেই নজিরের সাক্ষী রইল ফুটবলের মক্কা ৷
129 বছরের টুর্নামেন্ট ৷ সেই প্রতিযোগিতার ফাইনালে নামার আগে খাতায় কলমে এগিয়েছিল মোহনবাগান ৷ তবে, শেষবিন্দু পর্যন্ত লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল গোকুলাম ৷ আর ফাইনালের শুরু থেকেই সে কথা প্রমাণ করতে বন্ধ পরিকর ছিল ফার্নান্দো আন্দ্রেজ়েরে ছেলেরা ৷ ম্যাচের বয়স তখন 6 মিনিট ৷ গোলকিপারকে একা পেয়েও গোলে বল ঠেলতে পারেননি গোকুলামের মেইতিই ৷
এর পর প্রতি আক্রমণ করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছিল বাগান ৷ তার খেসারত দিতে হয় সবুজ-মেরুনকে ৷ 44 মিনিটে পেনাল্টি পায় গোকুলাম ৷ বক্সের মধ্যে মার্কাস জোসেপের পাস খুঁজে পায় হেনরি কিসেসকাকে ৷ সামনে ছিলেন গোলকিপার দেবজিৎ মজুমদার ৷ ড্রিবল করে বেরোনোর সময় হেনরিকে ফেলে দেন বাগান গোলকিপার ৷ পেনাল্টি পায় গোকুলাম ৷ গোল করতে ভুল করেননি মার্কাস জোসেপ ৷
গোল করে উচ্ছ্বাস মার্কাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান বাগানের সেমিফাইনাল নায়ক সুয়ের ৷ কিন্তু, তাঁর জোরালো শট বাঁচিয়ে দেন গোকুলাম গোলকিপার সি কে উবেদ ৷ 51 মিনিটে ফের বাগানের জালে বল ঢোকান গোকুলাম অধিনায়ক ৷ এর পরই 64 মিনিটের মাথায় বেইতার ফ্রি-কিক থেকে হেড করেন সালভা চামারো ৷ বল ধরতে ব্যর্থ হন উবেদ ৷ গোল শোধ করে ম্যাচে ভেসে ওঠে বাগান ৷ এরপর কিছু সুযোগ পেলেও গোলের মুখ দেখতে ব্যর্থ হয় দু'দলই ৷ 87 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যান গোকুলামের জেস্টিন জর্জ ৷ নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 6 মিনিট সময় দেন রেফারি ৷ শেষের দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাগান শিবির ৷ সুয়ের ও গঞ্জ়ালেজ় সুযোগ পেলেও গোলের মুখ দেখতে পারেননি ৷ অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বক্সের মধ্যে দুরন্ত ক্রস তোলেন গঞ্জ়ালেজ় ৷ চামারোর হেড গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায় ৷ বাগান খেলোয়াড়দের দাবি, বক্সের মধ্যে বলটি মহম্মদ ইরশাদের হাতে লেগেছিল ৷ যদিও পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি ৷ লাইন্সম্যান ও রেফারিকে লক্ষ্য করে চেঁচানোয় লাল কার্ড দেখেন মোরান্তে ৷ শেষপর্যন্ত 2-1 গোলে ম্যাচ জেতে গোকুলাম ৷
গোকুলামের কাছে বারবার আটকে গেলেন বাগান খেলোয়াড়রা কেরালার দ্বিতীয় দল হিসেবে ডুরান্ড কাপ জেতার নজির গড়ল গোকুলাম ৷ এর আগে, 1997 সালে মোহনবাগানকেই হারিয়ে ডুরান্ড জেতে এফ সি কোচি ৷ আর সেই কেরালার অন্য একটি দলের কাছে থেমে গেল মোহনবাগান ডুরান্ড স্বপ্ন ৷ 11টি গোল করে গোল্ডেন বল পেলেন মার্কাস ৷ গোল্ডেন গ্লাভস জেতেন উবেদ ৷
গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস হাতে গোকুলামের দুই ভরসা