কলকাতা, 18 অগস্ট : প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অতীতের রেকর্ড ভাল হলেও সেদিকে তাকাতে নারাজ আন্তেনিও লোপেজ হাবাস । মালদ্বীপে এএফসি কাপের প্রথম ম্যাচে নামার আগে এটিকে মোহনবাগানের সাজঘরে এখন সমীহের সুর । শনিবার সবুজ মেরুন ব্রিগেড মালদ্বীপের মাটিতে পৌঁছে অনুশীলন করে । গত তিনদিন পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বেঙ্গালুরু এফসির চ্যালেঞ্জ সামলাতে তৈরি রয় কৃষ্ণা ও হুগো বুমোসরা ।
প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটিকে মোহনবাগানের কোচ হাবাস বলেন, "বেঙ্গালুরু এফসি এই মরসুমে বেশ কয়েকজন নতুন ফুটবলার সই করিয়েছে ।কোচিং স্টাফে বদল করেছে । ফলে দলের শক্তির তারতম্য হয়েছে । ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে ধরে নিয়েই মাঠে নামব আমরা ।" পাশাপাশি তিনি আরও বলেন, "দুটো দলই পরস্পরের কাছে পরিচিত । আগে কবে, কোথায় আমরা সাফল্য পেয়েছি তা বড় কথা নয় । প্রতিটি ম্যাচ চ্যালেঞ্জ এবং শূন্য থেকে শুরু করতে হয় ।"
নতুন পরিবেশ, নতুন মাঠে মানিয়ে নেওয়ার উপরে সাফল্য নির্ভর করবে বলে বিশ্বাস এটিকের । আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ দুই দলের সামনে । তাই মরিয়া লড়াইয়ে নিংড়ে দেওয়ার চেষ্টা দেখা যাবে দুই দলের ফুটবলারদের মধ্যে । বেঙ্গালুরু এফসির নতুন কোচ জার্মানির মার্কো পেজাউলি নতুন মরসুমে বেশ কয়েকজন নতুন ফুটবলার নিয়েছেন । ইতিমধ্যে তারা একটি ম্যাচ খেলে ফেলায় সুবিধাজনক অবস্থায় রয়েছে । আশিক কুরিয়ানের চোট ছাড়া বাকি দল সুস্থ ।