পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup 2021 : বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযান শুরু এটিকে মোহনবাগানের

প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এএফসি কাপে মাঠে নামতে তৈরি এটিকে মোহনবাগান ৷ মালদ্বীপ পৌঁছে ইতিমধ্যেই অনুশীলনে মন দিয়েছে এটিকে ৷ আন্তর্জাতিক ফুটবলে কোন দল নিজেকে সেরা প্রমাণ করবে তা কেবল সময়ের অপেক্ষা ৷

AFC Cup
AFC Cup

By

Published : Aug 18, 2021, 7:47 AM IST

কলকাতা, 18 অগস্ট : প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অতীতের রেকর্ড ভাল হলেও সেদিকে তাকাতে নারাজ আন্তেনিও লোপেজ হাবাস । মালদ্বীপে এএফসি কাপের প্রথম ম্যাচে নামার আগে এটিকে মোহনবাগানের সাজঘরে এখন সমীহের সুর । শনিবার সবুজ মেরুন ব্রিগেড মালদ্বীপের মাটিতে পৌঁছে অনুশীলন করে । গত তিনদিন পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বেঙ্গালুরু এফসির চ্যালেঞ্জ সামলাতে তৈরি রয় কৃষ্ণা ও হুগো বুমোসরা ।

প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটিকে মোহনবাগানের কোচ হাবাস বলেন, "বেঙ্গালুরু এফসি এই মরসুমে বেশ কয়েকজন নতুন ফুটবলার সই করিয়েছে ।কোচিং স্টাফে বদল করেছে । ফলে দলের শক্তির তারতম্য হয়েছে । ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে ধরে নিয়েই মাঠে নামব আমরা ।" পাশাপাশি তিনি আরও বলেন, "দুটো দলই পরস্পরের কাছে পরিচিত । আগে কবে, কোথায় আমরা সাফল্য পেয়েছি তা বড় কথা নয় । প্রতিটি ম্যাচ চ্যালেঞ্জ এবং শূন্য থেকে শুরু করতে হয় ।"

নতুন পরিবেশ, নতুন মাঠে মানিয়ে নেওয়ার উপরে সাফল্য নির্ভর করবে বলে বিশ্বাস এটিকের । আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ দুই দলের সামনে । তাই মরিয়া লড়াইয়ে নিংড়ে দেওয়ার চেষ্টা দেখা যাবে দুই দলের ফুটবলারদের মধ্যে । বেঙ্গালুরু এফসির নতুন কোচ জার্মানির মার্কো পেজাউলি নতুন মরসুমে বেশ কয়েকজন নতুন ফুটবলার নিয়েছেন । ইতিমধ্যে তারা একটি ম্যাচ খেলে ফেলায় সুবিধাজনক অবস্থায় রয়েছে । আশিক কুরিয়ানের চোট ছাড়া বাকি দল সুস্থ ।

আরও পড়ুন :AFC Cup 2021 : ভাল খেলার প্রত্যাশা নিয়ে আজ মালদ্বীপ যাচ্ছে এটিকে মোহনবাগান

উদান্ত সিং, সুরেশ ওয়াংজাম, অজয় ছেত্রীর মত প্রতিভাবান ফুটবলারের পাশে ডিফেন্ডার অ্যালান কোস্টা, গ্যাবনেজ, ইরন্ডু মুসাভু কিং ছাড়াও ব্রাজিলিয়ান উইঙ্গার ক্লেটন সিলভা এটিকে মোহনবাগানের পক্ষে কড়া চ্যালেঞ্জ হতে পারে । এছাড়াও দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে সবুজ মেরুন ৷ জনি কাউকোকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি । হুগো বুমোস, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তিরিদের দলে লিস্টন কোলাসোর মত বেশ কয়েকজন প্রতিভাবান ভারতীয় ফুটবলার রয়েছে ।

মালদ্বীপ মূলত পর্যটনের দেশ । সামুদ্রিক সৌন্দর্য এখানকার ভরসা । এটিকের অনুশীলনের মাঠ হোটেল থেকে কুড়ি মিনিট দূরে হওয়ায় সবুজ মেরুন ফুটবলাররা অনুশীলন করতে যাচ্ছেন নৌকায় চেপে সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করতে করতে । এখন দেখার এএফসি কাপের আসরে সবুজ মেরুন নৌকার যাত্রা মসৃণ হয় কি না ।

আরও পড়ুন :AFC CUP : ভারসাম্যের ফুটবল দর্শনে হাবাসের তুরুপের তাস রয়-জনি-হুগো

ABOUT THE AUTHOR

...view details