কল্যাণী, 14 ফেব্রুয়ারি : নেরোকাকে গোলের মালা পালতোলা নৌকার ৷ মোহনবাগান আর আইলিগ খেতাব জয়ের মধ্যে আসা সব বাধাই যেন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে ৷ শুক্রবার কল্যাণীর মাঠে নেরোকার তেমনই হাল দেখা গেল ৷ পয়েন্ট তালিকার প্রথম স্থানে থাকা মোহনবাগানের সামনে উড়ে গেল মণিপুরের দলটি ৷ 6-2 ব্যবধানে নেরোকাকে হারিয়ে খেতাব জয়ের পথটা আরও মসৃণ করে ফেলল কিবু ভিকুনার দল ৷
শুক্রবার কল্যাণীতে মোহনবাগান যে বড় গোলের ব্যবধানে জিতবে তা প্রথম 15 মিনিটেই স্পষ্ট হয়ে যায় ৷ প্রথম থেকেই সুনামি আছড়ে পড়তে থাকে নেরোকার বক্সে ৷ প্রথমার্ধের 10 মিনিটে বেইতিয়ার কর্নার থেকে হেডে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেস ৷ মিনিট তিনেকের মধ্যেই নেরোকার জালে বল জড়ান ফ্রান মোরান্তে ৷ 24 মিনিটে ফের বেইতিয়ার ক্রস থেকে হেডে গোল করে যান গঞ্জালেস ৷ 37 মিনিটে দলের স্কোর 4-0 করে ফেলেন পাপা বাবাকার দিওয়াড়া ৷ প্রথমার্ধের শেষে চলতি আই লিগে মোহনবাগানের হয়ে প্রথম হ্যাটট্রিক করে যান গঞ্জালেস ৷ যদিও তার আগে নেরোকার হয়ে একটি গোল শোধ করেন ফিলিপ আজা ৷ এরপর সুভাষ সিংয়ের গোলে 5-2 ব্যবধানে বিরতিতে যায় দুটি দল ৷ দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছবির পরিবর্তন হয়নি ৷ 70 মিনিটে পরিবর্ত হিসেবে নেমে মোহনবাগানের হয়ে ছয় নম্বর গোল করেন রোমারিও জেসুরাজ ৷ এরপর দুটি দল চেষ্টা করলেও গোল আসেনি ৷ শেষমেশ 6-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় মোহনবাগান ৷