মালদ্বীপ, 20 অগস্ট : এএফসি কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে স্কোরবোর্ডে মোহনবাগানের নামে আগে ছিল না 'এটিকে' । ছিল শুধু মোহনবাগান । ক্লাবের নামের আগে এটিকে নামটি না থাকায় সবুজ মেরুন সমর্থকদের একাংশের মুখে ছিল উল্লাস । কারণ মেরিনার্সদের একাংশ এখনও 'এটিকে' নামটি মোহনবাগানের আগে বসানোর ব্যাপারে প্রবল প্রতিবাদ চালিয়ে যাচ্ছে । ফলে সুনীল, উদান্তদের পরাজিত করার পাশাপাশি 'এটিকে' নামটি থেকে মুক্তি তাঁদের খুশি করেছিল ।
এমনকি বলা হয়েছে, আই লিগ জয়ের জন্যই মোহনবাগান এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে । তাই 'এটিকে মোহনবাগান' নামটি লেখা হয়নি । নিজেদের যুক্তির সমর্থনে তারা টেলিভিশনের স্কোরবোর্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে থাকেন । তবে আসল ঘটনা কিন্তু সম্পূর্ণ আলাদা । এএফসি-র ওয়েবসাইট, দলের তালিকা বা ম্যাচের সারাংশ প্রত্যেকটি সরকারি নথিতে 'এটিকে মোহনবাগান'-এর নামই লেখা হয়েছে । অর্থাৎ রয় কৃষ্ণ, হুগো বুমোস, মনবীর, শেখ সাহিলরা এটিকে মোহনবাগানের নামেই এএফসি কাপে খেলছেন । এএফসি-তে এটিকে মোহনবাগানের নাম নথিভুক্ত হয়েছে । তাই সমর্থকদের একাংশের আন্দোলনে আদতে কিছুই হচ্ছে না ।