শ্রীনগর, 5 জানুয়ারি : মোহনবাগানের মিশন কাশ্মীর সফল । রিয়াল কাশ্মীরকে 2-0 গোলে হারিয়ে আই লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিলেন কিবু ভিকুনা । বেইটিয়া ও নওরেম সবুজ-মেরুন জয়ের কারিগর । ম্যাচের সেরা ফ্রান গঞ্জালেস । পাঁচ ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে পৌঁছে গেল মোহনবাগান ।
রিয়াল কাশ্মীরকে হারিয়ে আই লিগ শীর্ষে মোহনবাগান - Kashmir
রিয়াল কাশ্মীরকে 2-0 গোলে হারিয়ে আই লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল মোহনবাগান ৷ সবুজ-মেরুনের এই জয়ের কারিগর বেইটিয়া ও নওরেম ৷ মিশন কাশ্মীর সফল মোহনবাগানের ৷
![রিয়াল কাশ্মীরকে হারিয়ে আই লিগ শীর্ষে মোহনবাগান শীর্ষে মোহনবাগান](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5603606-thumbnail-3x2-mohunbagan.jpg)
হাড় কাঁপানো ঠান্ডা, প্রতিপক্ষের টাফ ফুটবল সামলে শ্রীনগর থেকে ম্যাচ বের করাই ছিল মোহনবাগানের কাছে বড় চ্যালেঞ্জ । রবিবাসরীয় দুপুরের পর বলাই যায়, চলতি আই লিগে বেইটিয়া, ফ্রান গঞ্জালেস সেরা ম্যাচ খেললেন । একইসঙ্গে কিবু ভিকুনার ফুটবল বুদ্ধি প্রশংসনীয় । প্রতিপক্ষ দলের শক্তি ও দুর্বলতার চুলচেরা বিশ্লেষণ করে দল সাজিয়েছিলেন । ফলে দেখনদারি ফুটবল না খেলেও প্রয়োজনীয় তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান । চলতি মরশুমে মোহনবাগানের সেরা বিদেশি জোসেবা বেইটিয়া । তবে ইউটিলিটি ফুটবলার হিসেবে প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করছেন ফ্রান গঞ্জালেস । রক্ষণকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি দলের আক্রমণের সঙ্গে যোগ্য সঙ্গত করে চলেছেন ।
আজ রিয়াল কাশ্মীরের যাবতীয় আক্রমণ নির্বিষ হল ফ্রান গঞ্জালেসের পায়ে । ভালো ফুটবল খেললেন সাইরাসও । সময় যত গড়িয়েছে ততই সবুজ-মেরুন রক্ষণে ক্যারিবিয়ান ডিফেন্ডারের নির্ভরতার ছায়া দীর্ঘায়িত হয়েছে । 71 মিনিটে আশুতোষ মেহতার লম্বা থ্রো থেকে হেড করে বেইটিয়ার জন্যে নামিয়ে দিয়েছিলেন সাইরাস । স্প্যানিশ মিডফিল্ডার জোরালো শটে তা জালে পাঠাতে ভুল করেননি । দু'মিনিট পর মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল নওরেমের । মাত্র দু'মিনিটের ব্যবধানে জোড়া গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয় । গুরুত্বপূর্ণ জয় মোহনবাগানকে শীর্ষে তুলে আনল । একই সঙ্গে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলল তারা । কিবু ভিকুনা বলছেন, পরিস্থিতির বিচারে সেরা সাফল্য । তবে, হাল ছাড়ার বদলে শক্ত করে ধরতে হবে । মোহনবাগানের পরবর্তী ম্যাচ 9 জানুয়ারি কল্যাণী স্টেডিয়ামে ।