কলকাতা, 10 জুলাই : মোহনবাগান হল এটিকে মোহনবাগান ৷ এই নামেই ইন্ডিয়ান সুপার লিগে খেলবে মোহনবাগান ও ATK ৷ ক্লাবের 80 শতাংশ শেয়ার কিনেছে ATK ৷ তার পর আজই প্রথম আলোচনায় বসে ATK-মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরস ৷ সেখানেই দলের নাম, জার্সি ও লোগো ঠিক করা হয় ৷
মোহনবাগানের 131 বছরের ঐতিহ্যের কথা মাথায় রেখে জার্সির রং সবুজ-মেরুনই রাখা হয়েছে ৷ এছাড়া লোগোতেও রইল পালতোলা নৌকা ৷ শুধু নামের আগে জুড়ে গেল এটিকে নাম ৷ শুক্রবার অনলাইনে বোর্ড অফ ডিরেক্টরসের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা একটি বিবৃতি দিয়ে বলেন, “মোহনবাগানের এত বছরের ঐতিহ্য যে কিংবদন্তিদের মাধ্যমে গড়ে উঠেছে তাঁদের সবাইকে প্রণাম । নতুন এই পথ চলায় তাঁদের আশীর্বাদ চাইছি । ছোটোবেলা থেকেই মোহনবাগান আমার হৃদয়ের অত্যন্ত কাছে । মোহনবাগানের কিছু সেরা খেলা আমার দেখার সৌভাগ্য হয়েছে ৷ এর জার্সির রং ও লোগোও অনেক ঐতিহ্য বহন করে ৷ আমরা সেই ঐতিহ্যকে সম্মান জানাই ৷ তাই এই জার্সিই রাখা হচ্ছে । এটিকে মোহনবাগানকে বিশ্বমানের দলে পরিণত করাই আমাদের লক্ষ্য ।”