কলকাতা, 30 অগাস্ট : রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান। মরশুমের প্রথম ডার্বি ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। আর তার আগে অঙ্ক কষা শুরু করলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা।
BSS-কে হারানোর পর সবুজ মেরুন সাজঘরে এখন স্বস্তির হাওয়া। গতকাল বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করে তারা। প্রথমেই অরিজিৎ বাগুইয়ের জন্মদিন পালন। তবে কেক কাটা বা শুভেচ্ছা বিনিময় সবই চলল বন্ধ দরজার আড়ালে। সামান্য চোট থাকায় ফ্রান গঞ্জ়ালেস অনুশীলনে না নেমে মাঠের ধারে বসেছিলেন। বাকিদের নিয়ে কখনও ছোটো গোলপোস্টে পাসিং ফুটবল, আবার কিছুটা সময় বড় পোস্টে পাসের বোঝাপড়া ঝালিয়ে নিলেন কিবু ভিকুনা।
মোহনবাগানের বড় সমস্যা রক্ষণভাগের দুর্বলতা ও ফিটনেস। ফ্রান গঞ্জ়ালেস বা ফ্রান মোরান্তের মধ্যে যে-ই ডার্বির একাদশে খেলুন তার পাশে কিমকিমা, গুরজিন্দাররা ধারাবাহিক নন। ফলে ফাঁকফোকর ভরাট করার চিন্তা রয়ে যাচ্ছে। এরসঙ্গে সত্তর মিনিট পর দলের দাঁড়িয়ে পড়ার চিন্তা ভিকুনার কপালে ভাঁজ বাড়াচ্ছে।
ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান সবচেয়ে উজ্জীবিত ফুটবল খেলেছিল। ডার্বির অঙ্ক কষতে বসে ফুটবলারদের কাছ থেকে সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি চাইবেন সবুজ মেরুন হেডস্যার। একই সঙ্গে সুযোগের অপচয় না হওয়ার উপর বাড়তি জোর দিতে চাইছেন। তাই কলকাতা লিগ খেতাবের ব্যাটল অব প্রেস্টিজ কিবু ভিকুনার সামনে প্রথম কঠিন অঙ্ক। যা কষতে বসে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না তিনি ৷ তার উপর উলটো দিকের ডাগ আউটে স্বদেশীয় আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। ফলে লড়াই যে জমে যাবে তা বলাইবাহুল্য।