পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তীরে এসে তরি ডুবতে দিতে নারাজ মোহনবাগান কোচ - ডুরান্ড কাপ

শনিবার ডুরান্ড ফাইনাল ৷ 10 বছর পর ফের ডুরান্ড পেতে মরিয়া বাগান শিবির ৷

কিবু ভিকুনা

By

Published : Aug 22, 2019, 11:40 PM IST

কলকাতা, 22 অগাস্ট : 10 বছর পর ফের ডুরান্ড জয়ের স্বাদ পেতে মরিয়া মোহনবাগান । শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে গোকুলাম এফসির বিরুদ্ধে নামবে কিবু ভিকুনার ছেলেরা । দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল কাশ্মীরকে 120 মিনিটের লড়াইয়ে হারানোর পর ট্রফির স্বপ্ন ক্রমেই জাঁকিয়ে বসছে গঙ্গাপাড়ের ক্লাবে । ম্যাচের ধকল কাটাতে হালকা স্ট্রেচিং করে ফুটবলারদের ছেড়ে দিলেন সবুজ-মেরুন কোচ । তবে এরই মাঝে ফাইনালের জন্যে প্রস্তুতির সুরটা বেঁধে দিতে চাইছেন । ইতিমধ্যে জোড়া গোল করে আত্মবিশ্বাসে ভরপুর সুয়ের ভিপি । এবার ফাইনালে কেরালার দলটির বিরুদ্ধে ফের ব্যবহার করতে চান কিবু ভিকুনা ।

চলতি মরশুমে মোহনবাগানের মেরুদণ্ড দলের চার স্প্যানিশ ফুটবলার । মিডফিল্ডার বেইতা যদি রিং মাস্টার হন তাহলে সালভা চামারো, ফ্রান গঞ্জ়ালেস, ফ্রান মোরান্তে নিজেদের বিভাগের অধিনায়ক । এই চারজনের সঙ্গগুণে ভারতীয় ফুটবলাররাও ডানা মেলার চেষ্টা করছেন । যা মোহনবাগানের সেমিফাইনালে সাফল্যের অন্যতম কারণ । কিবু ভিকুনা বলছেন, যে কোনও দলের সাফল্য নির্ভর করে ফুটবলারদের পারফরমেন্সের উপর । এতদিন দলের সামগ্রিক ফিটনেস নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোহনবাগান কোচকে । সঠিক সময়ে জ্বলে ওঠায় আশার আলো দেখছেন । একইসঙ্গে নড়বড়ে ডিফেন্স নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন ।

আপাতত সব ভুলে কিবু ভিকুনার পাখির চোখ শনিবারের ফাইনাল । প্রতিপক্ষ গোকুলাম এফসি নিয়ে যথেষ্ট সমীহ তাঁর গলায় । ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেরালার ক্লাব দলটির খেলা দেখেছেন । গোকুলামের বিদেশিরা বাগান রক্ষণের পক্ষে বিপদ ডেকে আনতে পারেন তা ভালোমতোই জানেন । তাই ফাইনালেও রক্ষণ সামলে বাজিমাতের পরিকল্পনার ইঙ্গিত সবুজ-মেরুন হেডস্যারের গলায় । ইস্টবেঙ্গল কোচের মতো কিবু ভিকুনাও অতিরিক্ত সময়ে চতুর্থ পরিবর্ত ফুটবলার নামানোর ক্ষেত্রে FIFA-র নয়া নিয়মের প্রয়োগ না দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ।

কলকাতা লিগে জয়ের মুখ দেখেনি মোহনবাগান । অথচ ডুরান্ড কাপে খেতাবি দৌড়ের শেষ ধাপে দল । তাই চেষ্টায় ত্রুটি রাখতে চান না । তীরে এসে তরি না ডোবার সতর্কতাই এখন বাগান সাজঘরের রিংটোন ৷

ABOUT THE AUTHOR

...view details