পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আবাহনীকে হারিয়ে শেষ চারে মোহনবাগান - আবাহনীকে হারাল মোহনবাগান

টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনও পথ ছিল না মোহনবাগানের সামনে । তাই প্রথম থেকে আগ্রাসী ফুটবলের হাত ধরে স্থানীয় প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করতে থাকে মোহনবাগান ।

ফাইল ফোটো

By

Published : Oct 26, 2019, 7:03 AM IST

চট্টগ্রাম, 26 অক্টোবর : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান । শুক্রবার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারায় কিবু ভিকুনার ছেলেরা । 62 মিনিটে জয়সূচক গোল করে নায়ক সুহের ভিপি ।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনও পথ ছিল না মোহনবাগানের সামনে । তাই প্রথম থেকে আগ্রাসী ফুটবলের হাত ধরে স্থানীয় প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করতে থাকে মোহনবাগান । চট্টগ্রাম আবাহনী প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল । টিসি স্পোর্টসকে হারিয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল । কিন্তু প্রতিপক্ষকে জায়গা ছাড়তে রাজি ছিল না সবুজ মেরুন । চট্টগ্রামের এমএ আজ়িজ স্টেডিয়ামে আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা প্রথম থেকে জমে উঠেছিল । দু'দলই একাধিক বার গোলের সুযোগ পেলেও তা থেকে তারা ফায়দা তুলতে ব্যর্থ । দু'দলের ডিফেন্ডারদের তৎপরতা আবার কখনও স্ট্রাইকারদের দায়সারা মনোভাব গোল পেতে দেয়নি ।

শেষ চারে যেতে হলে জিততেই হত মোহনবাগানকে । ফলে বিরতি অবধি গোল না হওয়ায় চাপে পড়ে গেছিল মোহনবাগান । কিন্তু 62 মিনিটে সুহের ভিপির গোল কিবু ভিকুনার মুখে হাসি ফোটায় । প্রথম ম্যাচে হারের পরে বাকি দুটো ম্যাচে জয়ের কথা বলেছিলেন অধিনায়ক গুরজিন্দার সিং । তাঁর কথা যে শুধুই ফাঁকা বুলি ছিল না তা গত দুটো ম্যাচে মোহনবাগানের জয়ে প্রমাণিত । এবার লড়াই শেষ চারের ।

ম্যাচের পর মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেন, দলের জয় তাঁকে খুশি করেছে । বিশেষ করে শেষ মিনিট পর্যন্ত ছেলেদের লড়াই ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে । তবে তিনি একটি করে ম্যাচ ধরে এগোতে চান । তাই গ্রুপ পর্বের লড়াই শেষ । এবার সেমিফাইনালের জন্যে দলকে তৈরি করবেন ।

ABOUT THE AUTHOR

...view details