কলকাতা, 17 ডিসেম্বর : 22 ডিসেম্বর আই লিগের প্রথম ডার্বি । তার আগে সোমবার গোকুলাম এফসিকে 2-1 গোলে হারিয়ে ছন্দে ফিরল মোহনবাগান । ট্রাও এফসির বিরুদ্ধে চার গোলে জয়ের পর গোকুলাম এফসিকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে মোহনবাগান । এই জয়ের পর ডার্বি ম্যাচ নিয়ে আশার আলো দেখছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ।
ডার্বির আগে কিবুর আশায় কাঁটা কলিনাসের চোট
ট্রাও এফসির বিরুদ্ধে চার গোলে জয়ের পর গোকুলাম এফসিকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে মোহনবাগান । এই জয়ের পর ডার্বি ম্যাচ নিয়ে আশার আলো দেখছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । তবে ডার্বির আগে কলিনাসের চোট ভাবাচ্ছে মোহনবাগান কোচকে ।
অন্যদিকে ডার্বির আগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান পয়েন্ট টেবিলে প্রথম দুটো জায়গায় উঠে আসতেই পারদ চড়তে শুরু করল । এ প্রসঙ্গে বাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা বলেন," গোকুলাম এফসিকে হারানোর মধ্যে মধুর প্রতিশোধ লুকিয়ে নেই । বরং ইতিবাচক দিক লুকিয়ে রয়েছে । " আগ্রাসী মনোভাব, গোল করার খিদে এবং ডার্বির জন্যে দলের প্রত্যেকে তৈরি হওয়ার বার্তায় মোহনবাগানের কোচের মুখে আশার আলো ।
রেফারিং নিয়ে অসন্তোষ থাকলেও তা নিয়ে এখন আর বাড়তি শব্দ ব্যয় করতে চান না বাগান কোচ । তবে চামারোর বিদায়, গুরজিন্দারের লাল কার্ড দেখে ডার্বিতে ছিটকে যাওয়ার দিনে জোরালো আশা ফ্রান গঞ্জালেসের স্কোরার হিসেবে উঠে আসা । আই লিগে ইতিমধ্যে পাঁচটি গোল করে শীর্ষ গোলদাতা তিনি । এখনও পর্যন্ত মোট 10 গোল করেছেন । যা ডার্বির আগে কিবুর স্বস্তি, আলেয়ান্দ্রোর চিন্তা । গতকাল ম্যাচ শেষে কল্যাণীর রাস্তায় সবুজ মেরুন সমর্থকদের ড্রামে কাড়া নাকাড়ার ধ্বনি । তবে আনন্দ সন্ধ্যায় কাঁটা কলিনাসের চোট । 60 মিনিটে চোট পান স্প্যানিশ মিডফিল্ডার । হাঁটুর চোট নিয়ে তিনি ডার্বিতে নামতে পারবেন কিনা,তা এখনও জানেন না কিবু ভিকুনা । মঙ্গলবার স্ক্যান হওয়ার পরে বুঝতে পারবেন । তার মধ্যেও গতকালের জয়ে আশার আলো দেখছেন কিবু ভিকুনা ।