কলকাতা, 12 নভেম্বর : পাহাড়ে সাদা-কালোর সূর্যোদয় । হিমালয়ান FC-কে হারিয়ে গভর্নস গোল্ড কাপে চ্যাম্পিয়ন মহামেডান । ম্যাচের ফল 2-1 । খারাপ আবহাওয়ার জন্যে আধ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয় ।
ম্যাচের চার মিনিটে প্রথম গোল মহামেডানের । প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলতে থাকেন দীপেন্দু বিশ্বাসের ছেলেরা । চাংতের গোল সেই আক্রমণাত্মক ফুটবলের ফসল । চল্লিশ বছর পরে স্থানীয় দল হিসেবে হিমালয়ান FC ফাইনালে উঠেছিল । ফলে দর্শক ভর্তি স্টেডিয়ামের সমর্থন ছিল হিমালয়ান FC-র পক্ষে ।
ম্যাচের চার মিনিটে প্রথম গোল মহামেডানের । পিছিয়ে পরে সমতায় ফেরার জন্যে মরিয়া হয়ে ওঠে হিমালয়ান FC । এর আগে সিকিমের ক্লাব দলটির বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি মহামেডান । ফলে দ্রুত গোল পেয়ে যাওয়ায় আত্মতুষ্ট হওয়ার বদলে দীপেন্দুর ছেলেরা ম্যাচের রাশ আলগা হতে দেয়নি । বিরতির পরে উচ্চতাজনিত সমস্যায় আগের ম্যাচগুলোতে শ্লথ হয়ে পড়েছিল সাদা কালো শিবির । ফাইনালেও একইরকম শ্লথ হয়ে পড়লেও দ্রুত নিজেদের সামলে নেয় মহামেডান ।
65 মিনিটে ঘানার স্ট্রাইকার এগুয়েন নিমাকোর গোলে সমতায় ফেরে হিমালয়ান FC-র । কিন্তু ফের প্রাথমিক জড়তা কাটিয়ে খেলার রাশ তুলে নেয় মহামেডান । 75মিনিটে ফের গোল চাংতের ।