পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohammedan Sporting Club : স্বপ্ন ছোঁয়ার লড়াই সাদা-কালোর, ইতিহাসের অদূরে রেলওয়ে এফসি - মহমেডান স্পোর্টিং

রেলওয়ে এফসি'কে সমীহ করে নিজেদের সেরা খেলাটা প্রথম মিনিট থেকেই উপহার দেওয়ার কথা বলছেন আজহারঊদ্দিন মল্লিক। অন্য়দিকে প্রথমবার কলকাতা লিগ জয়ের হাতছানি রেলওয়ে এফসি'র সামনেও।

Mohammedan Sporting Club
স্বপ্ন ছোঁয়ার লড়াই সাদা-কালোর, ইতিহাসের অদূরে রেলওয়ে এফসি

By

Published : Nov 16, 2021, 11:04 PM IST

কলকাতা, 16 নভেম্বর :টি-20 বিশ্বকাপ, নিউজিল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর, আইএসএলের আগমণীর মাঝেই ফের ক্য়ামেরার তাক কলকাতা ফুটবলে ৷ কারণ প্রচারবিমুখ থেকেও কলকাতা ফুটবল লিগ ফাইনাল নিজের মতো করে জায়গা করে নিয়েছে বঙ্গ ফুটবল জীবনে। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ফুটবল লিগ ফাইনালে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হবে বনাম রেলওয়ে এফসির ।

41 বছর পর কলকাতা লিগ খেতাব ঘরে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী সাদা-কালো। কোচ চেরনোভিচের প্রশিক্ষণে মহমেডান স্পোর্টিং কলকাতা লিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। ডুরান্ড কাপের ফাইনালে ভালো খেলেও সেখানে শেষরক্ষা হয়নি। ফলে কলকাতা লিগ খেতাব ঘরে তুলতে পারলে সাদা-কালো শিবিরের ট্রফির খরায় দাড়ি পড়বে। পাশাপাশি আই লিগে নামার আগে আত্মবিশ্বাস বাড়বে মহামেডানের। একমাস পরে লিগ ফাইনালের আয়োজন। একটি ম্যাচের জন্য দলের থমকে যাওয়া মানসিকতা ফিরিয়ে নিয়ে আসা কঠিন।যদিও যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনের শেষে আজহারঊদ্দিন মল্লিক বলছেন তারা তৈরি। যেভাবে গত দুই সপ্তাহ তারা যে অনুশীলন করেছেন, তাতে থমকে যাওয়া ছন্দ ফিরে এসেছে।

সবমিলিয়ে রেলওয়ে এফসি'র চ্যালেঞ্জ নিতে তৈরি ব্ল্য়াক-প্য়ান্থার্সরা। প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার কোনও ভাবনা সাদাকালো শিবিরে নেই। বরং রেলওয়ে এফসি'কে সমীহ করে নিজেদের সেরা খেলাটা প্রথম মিনিট থেকেই উপহার দেওয়ার কথা বলছেন আজহারঊদ্দিন মল্লিক। অন্য়দিকে প্রথমবার কলকাতা লিগ জয়ের হাতছানি রেলওয়ে এফসি'র সামনেও। কোচ সৌরিন দত্ত বলছেন, "তাদের কাছে হারানোর কিছু নেই। বরং পাওয়ার অনেক কিছু আছে।"

আরও পড়ুন : খেলাধুলোর মানোন্নয়ন চেয়ে ময়দানের ক্লাবগুলোকে সেনাবাহিনীর চিঠি

উল্লেখ্য, ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন করছেন রেলের ফুটবলাররা। কোয়ালিফাইং রাউন্ড থেকে এক বিদেশি নিয়ে খেলতে হওয়ায় বিদেশি নির্ভরতা নেই রেল দলে। দলে একাধিক ফুটবলার রয়েছে যারা প্রথমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের মেলে ধরাও যে চ্যালেঞ্জ, তা মানছেন সৌরিন দত্ত। দলের ভালো পারফরম্যান্স দেখে রেল কর্তারা পুরো দলকে বাহাত্তর দিন ছুটি দিয়েছে। দেড়মাস পরে ম্যাচ খেলতে নেমে সেরাটা নিংড়ে দেওয়া কঠিন হয় মানছেন রেলওয়েফসি কোচ। তবে প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং শক্তিশালী দল হলেও হাল ছাড়তে রাজি নয়। উলটে লক্ষীবারে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য ফুটবলারদের উজ্জীবিত করেছেন সৌরিন দত্ত।

ABOUT THE AUTHOR

...view details