পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এসপার-ওসপার, জয় ছাড়া কিছু ভাবছেন না দীপেন্দু-জহররা - পিয়ারলেস

আগামীকাল মহামেডানের বিরুদ্ধে নামছে পিয়ারলেস ৷ কলকাতা লিগে কোন দল চ্যাম্পিয়ন হবে তা এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে ৷

মহামেডান

By

Published : Sep 22, 2019, 4:49 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : আর পিছনে ফিরে তাকানোর সুযোগ ও সময় কোনওটাই নেই । বাকিটা নির্ধারিত হবে আগামীকাল 90 মিনিটের যুদ্ধে । কলকাতা লিগের খেতাবি দৌড়ের ক্লাইম্যাক্স অনেকটাই নির্ভর করছে মহামেডান বনাম পিয়ারলেস ম্যাচের উপর ৷ তাই সেই ম্যাচ ঘিরে ময়দানে ক্রমশ চড়ছে পারদ । সাদা-কালো শিবিরের টেকনিকাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস বলছেন, তাঁরা তৈরি । আত্মবিশ্বাসী পিয়ারলেস কোচ জহর দাসও ৷ জয় ছাড়া যে তাঁর আর কোনও ভাবনা নেই তা পরিষ্কার করে দেন তিনি ৷

দীপেন্দু বলেন, "16 পয়েন্ট নিয়ে প্রথম তিনে ঢুকে পড়েছি আমরা । মোহনবাগানকে হারানোর পর বলেছিলাম পিয়ারলেসকে হারানোর পরিকল্পনা শুরু করেছি । এখন বলছি আমাদের ছেলেরা শুধু পিয়ারলেস নয়, লিগের বাকি ম্যাচের জন্যও তৈরি ৷" কথাগুলো বলার সময় শক্ত দেখায় দীপেন্দুর চোয়াল । প্রতিপক্ষ পিয়ারলেস চলতি কলকাতা লিগে জায়ান্ট কিলার । ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারানোর পাশাপাশি লিগে সর্বাধিক ম্যাচও জিতেছে তারা ৷ আর সেটাই মহামেডানের কাছে চিন্তার বিষয় ৷ পিয়ারলেসকে হারানো যে সহজ হবে না তা নিজেও স্বীকার করছেন দীপেন্দু ৷ তিনি বলেন, "আমার দলের সবাই নিজেকে নিংড়ে দিতে মরিয়া । ওদের ক্রোমা নেই ৷ তবে এটা আমাদের সুবিধা নয় । কারণ ক্রোমার খামতি ঢাকতে বাকিরা নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন । আর সেটাই আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে । পুরো পিয়ারলেস দলকেই গুরুত্ব দিচ্ছি আমরা । শূন্য হাতে মাঠ না ছাড়ার শপথ নিয়েছি টিম মিটিংয়ে ৷"

পিয়ারলেসের বিরুদ্ধে জিততে মরিয়া সাদা-কালো বাহিনী

ম্যাচ যে সহজ হবে না তা বলছেন জহর দাসও ৷ ঘরের মাঠে মহামেডানকে হারানো যে চ্যালেঞ্জ মানছেন তিনিও । মোহনবাগানের বিরুদ্ধে মহামেডানের খেলা খুঁটিয়ে দেখেছেন । তীর্থঙ্কর সরকারের বল জোগানে দাড়ি টানতে জোনাল মার্কিংয়ে ভরসা রাখতে চান ৷ কার্ড সমস্যায় ক্রোমা না থাকলেও হা-হুতাশ করতে রাজি নন পিয়ারলেস কোচ ৷ তাঁর কথায়, "লিগের এই অবস্থায় পাওয়া বা না পাওয়ার তালিকায় চোখ রেখে লাভ নেই । আমাদের দুটো দলের কাছেই হারানোর কিছু নেই । পাওয়ার অনেক কিছু আছে । তাই জয় ছাড়া কিছু ভাবছি না ৷"

ABOUT THE AUTHOR

...view details