কলকাতা, 15 জুলাই: আই লিগের জন্য যোগ্যতা অর্জন করাই লক্ষ্য ৷ আর সেই লক্ষ্যেই দল গঠনে চমক দিচ্ছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব মহামেডান ৷ কয়েকদিন আগেই কিংসলেকে দলে নিয়েছে সাদা-কালো শিবির ৷ এবার উইলিশ প্লাজ়াকে দলে নিল তারা ৷
লক্ষ্য আইলিগে খেলা, প্লাজ়াকে সই করাল মহামেডান
মহামেডানের হয়ে সই করলেন ক্য়ারিবিয়ান স্ট্রাইকার উইলিস প্লাজ়া ৷
প্লাজ়া ছ'টি ম্যাচ খেলতে মহামেডানের জার্সি পরবেন । গত মরশুমে চার্চিলের সাফল্যের প্রধান শক্তি প্লাজ়া বুধবার সকালে দিল্লি থেকে ক্লাবে এসে সাংবাদিক বৈঠকে যোগ দেন । 32টি ম্যাচে 28টি গোল করেছিলেন তিনি । মহামেডানের নবনিযুক্ত সচিব ওয়াসিম আক্রম প্লাজ়ার কাছে ভালো পারফরম্যান্সের আশা রাখছেন । আজ তাঁর হাতে সাদা-কালো জার্সি তুলে দেওয়া হয় । নতুনভাবে যাত্রা শুরু করেই শক্তিশালী দল গঠনের দিকে এগিয়েছে মহামেডান । গত মরশুমের সাতজনকে দলে রাখার পাশাপাশি বিদেশি ডিফেন্ডার কিংসলেকে দলে নিয়েছে । কলকাতায় খেলার অভিজ্ঞতা নিয়ে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি । প্লাজ়ার মুখেও আস্থা রাখার কথা শোনা গেছে ।
বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিতে চায় মহমেডান ৷ এমনই ইঙ্গিত দিয়েছেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস । কিন্তু তাঁরা যে পরীক্ষিত বিদেশিতে ভরসা রাখতে চান তা পরিষ্কার । তাই ভালোমানের স্ট্রাইকার দলে নেওয়ার জন্য মোহনবাগানের বাবা দিওয়াড়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল । তার জন্য অপেক্ষা করতেও চেয়েছিলেন মহমেডানের রিক্রুটাররা । কিন্ত প্লাজ়ার আগমনে সেই সম্ভাবনা শেষ । গত মরশুমে কলকাতা লিগে দুরন্ত ফুটবল খেলা ছাংতেকে দলে রেখেছে সাদাকালো শিবির । এছাড়াও তীর্থঙ্কর সরকার, প্রিয়ন্ত সিং সহ চারজনকে দলে রাখা হয়েছে । কলকাতা লিগে সাফল্যের পাশাপাশি আই লিগে জায়গা করে নেওয়াই পাখির চোখ, বলেছেন সচিব ওয়াসিম আক্রম । পরিবর্তিত পরিস্থিতিতে সেই সুযোগ আসতে চলেছে । প্লাজ়া, কিংসলের মতো ভালোমানের বিদেশি নিয়ে শক্তিশালী দল গড়ছে মহামেডান । পাশাপাশি দলের বাঙালি ব্রিগেডের উপর আস্থা রাখতে চায় তারা । তাই স্থানীয় ভালো ফুটবলারদের দলে নেওয়ার পাশাপাশি অভিষেক দাসকে নেওয়ার চেষ্টা চলছে ।