কলকাতা, 23 সেপ্টেম্বর : টানা হারের ধাক্কা সরিয়ে অবশেষে জয়ের পথে মহমেডান স্পোর্টিং ৷ বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং ৷ ম্যাচের ফল 1-0 ৷ গোলদাতা মার্কাস জোসেফ ৷ অন্যদিকে, এবার ডুরান্ড কাপেও করোনার সংক্রমণ দেখা দিল ৷ আর্মি রেড দলের সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে ৷ আর তারপরেই আগামিকালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ বেঙ্গালেরু ইউনাইটেডকে ওয়াক ওভার দেওয়া হয়েছে ৷
টানা তিন ম্যাচে হারের পর জয়ের পথে মহামেডান স্পোর্টিং ৷ আর সেই সঙ্গে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল সাদাকালো শিবির ৷ এই জয়ের পর স্বস্তির হাওয়া কোচ আন্দ্রের দলে ৷ গতবছর গোকুলাম কেরালা এফসি’কে প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন মার্কাস জোসেফ ৷ আর বৃহস্পতিবার সেই মার্কাস জোসেফ নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করে ছিটকে দিলেন গোকুলাম কেরালা এফসি’কে ৷ প্রথমার্ধের শুরু থেকেই মহমেডান স্পোর্টিং ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ৷ একের পর এক আক্রমণে গোকুলামকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল তারা ৷