কলকাতা, 3 সেপ্টেম্বর : ঘেরা মাঠে কলকাতা লিগের ম্যাচগুলো যখন শেষ তখন ময়দানে কনে দেখা আলো । অস্তাচলে যাওয়ার আগে সূর্যের নরম আলো মন ভরিয়ে দেয় । এসময় ফুটবল মাঠে ভালো গোল, খেলা দেখতে আসা মানুষের কাছে তৃপ্তির । কলকাতা লিগে মহামেডান বনাম কাস্টমস ম্যাচে রাজন বর্মণ এবং আমিরুলের গোল গোধূলি বেলায় সেরকমই মন ভালো করে দেওয়া এক মুহূর্ত।
কাঁচড়াপাড়ার ছেলে রাজন বর্মণ । বাবা আগে মাছ বিক্রি করতেন ৷ এখন এলাকায় টোটো চালান । মা ও আরও দুই ভাই রয়েছে পরিবারে। পাঠচক্র আকাডেমি থেকে কলকাতা ময়দানে । গত তিন বছর ধরে কাস্টমসের হয়ে খেলছেন । এবারই ম্যাচের সেরা ৷ গতকাল 29 মিনিটে ফিলিপ আর্জার পাস থেকে বল পেয়ে শরীরের দোলায় মহামেডানের দুই ডিফেন্ডারকে টলিয়ে গোল করেন তিনি ।
চলতি লিগে বড় দলের বিরুদ্ধে মরিয়া লড়াই দিচ্ছে কাস্টমস । শুল্ক দপ্তরের ফুটবলারদের মরিয়া ফুটবলের সামনে মোহনবাগান আটকে গেছে ৷ এবার সেই তালিকায় যোগ হল মহামেডান । পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে অবনমনের মুখে দাঁড়িয়ে থাকলেও কাস্টমস আক্রমণাত্মক ফুটবলে বাজিমাতের রাস্তায় হাঁটতে চায় । গতকালও মহামেডান আক্রমণকে থামিয়ে দিয়ে বেশ কয়েকবার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল তারা।