পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বেহাল মাঠে আর্থারের গোলটাই ডায়মন্ড - মহামেডান স্পোর্টিং

জয়ের মুখ দেখল মহামেডান স্পোর্টিং ৷ আর্থার কোয়েসির জোড়া গোলে এবারের লিগে প্রথম জয় এল সাদা কালো শিবিরে ৷ টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস খেলার পর IFA সচিবকে ফোন করে বলেন, "সদস্য সমর্থকদের কথা ভেবে তারা কল্যাণীর বদলে কলকাতায় নিজেদের মাঠে খেলবেন ।"

মহামেডান স্পোর্টিং ক্লাব

By

Published : Aug 30, 2019, 8:21 AM IST

কলকাতা, 30 অগাস্ট : কোনও পাড়ার ওয়ান ডে টুর্নামেন্ট নয় ৷ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা চলছিল সেখানে ৷ মাঠের কোনও পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হয়নি ৷ বেহাল দশা খেলার মাঠের ৷ মহামেডান স্পোর্টিং এবং জর্জ টেলিগ্রাফ-এর ম্যাচ ছিল ৷ IFA- র কাছে কল্যাণীর মাঠ চাইলেও তা পায়নি মহামেডান ৷ নিউব্যারাকপুর রেইনবোর বিরুদ্ধেও এই রকমই মাঠে খেলতে হয়েছিল সাদা কালো ব্রিগেডকে ।

FIFA-র নিয়মে মাঠে জল জমে থাকলে খেলা শুরু করা যায় না । কিন্তু IFA সেই নিয়ম মেনে চলছে কি? খেলোয়াড়দের নিরাপত্তার কী হবে? সেটার দায়িত্ব নেবে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা? খারাপ মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল মহমেডান । IFA- র কাছে আবেদনও করেছিল তারা ।

তবু জয়ের মুখ দেখল তারা ৷ আর্থার কোয়েসির জোড়া গোলে এবারের লিগে প্রথম জয় এল সাদা কালো শিবিরে ৷ টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস খেলার পর IFA সচিবকে ফোন করে বলেন, "সদস্য সমর্থকদের কথা ভেবে তারা কল্যাণীর বদলে কলকাতায় নিজেদের মাঠে খেলবে ।"

জর্জ টেলিগ্রাফকে 2-1 গোলে হারিয়ে মহমেডান ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন ভালো জায়গায় । টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বলছেন অমল দত্তর প্রেসিং ফুটবলের কৌশল লিগে সাফল্যের ভরসা দিচ্ছে । 1997 সালে নতুন মুখের ওপর ভরসা করেই অমল দত্ত বাজি মাত করেছিলেন । সেই দলের সদস্য হওয়ায় ডাগ আউটে বসে গুরুমারা বিদ্যায় মহমেডানের বর্তমান দলকে খেলাতে চাইছেন । কিন্তু কাদা ভরা বেহাল মাঠে ডায়মন্ড সিস্টেমের প্রয়োগ?

ABOUT THE AUTHOR

...view details