কলকাতা, 26 সেপ্টেম্বর : মহমেডান ক্লাব চত্বরে বিক্ষোভের আঁচ । কর্তারা যখন ক্লাবের সাম্প্রতিককালের সমস্যা নিয়ে আলোচনায় ব্যস্ত তখন সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভ দেখাল । সমর্থকদের একাংশ ক্লাব প্রশাসনের দুর্নীতি সরিয়ে বিনিয়োগকারীকে স্বাগত জানানোর দাবি তুলল । অন্যপক্ষ ক্লাবের অংশীদারিত্ব বিক্রি না করার পক্ষে সরব হল ।
প্রশাসনিক স্তরে রদবদল ঘটিয়ে নতুনভাবে যাত্রা শুরুর চেষ্টা শুরু হয়েছিল মহমেডান ক্লাবে । আই লিগ দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে অংশ নেওয়ার জন্য শক্তিশালী দল গঠন করা হয়েছে । প্রস্তুতিও চলছিল জোরকদমে । ইনভেস্টরের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথাও দ্রুত ঘোষণা কথা হয় । কিন্তু তা এখন স্থগিত । কারণ এরই মধ্যে বিতর্কের গন্ধ রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবে । যা তাদের ফের বড়সড় সমস্যার দিকে ঠেলে দিতে চলেছে । বৃহস্পতিবার সকাল থেকে ময়দানে খবর ছিল, CBI দপ্তরে ডাক পড়েছে সাদা-কালো কর্তাদের । খবর ঘিরে জল্পনার পারদ চড়তে থাকে । এই ব্যাপারে মহমেডানের সচিব ওয়াসিম আক্রমকে ফোনে ধরা হলে তিনি বলেন, "ইনভেস্টর বা স্পনসর আগ্রহী হয় ব্যবসার জন্য । তারা একটা ক্লিন ইমেজ বা স্বচ্ছভাবমূর্তি খোঁজে । এই অবস্থায় তারা কতটা আগ্রহী হবে আমি জানি না ।"
ক্লাব প্রশাসনের অন্যতম শীর্ষকর্তা ইস্তেয়াক আমেদ জানিয়েছেন, "আমরা ইনভেস্টরের পক্ষে। একটি কেন, একাধিক স্পনসর বা ইনভেস্টরের সঙ্গে ক্লাবের গাঁটছড়া হোক । কিন্তু তা কখনও ক্লাবের স্বার্থ বিক্রি করে নয় । ময়দানের আর দুটো ক্লাব কীভাবে বিনিয়োগকারীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তা দেখার দরকার আমাদের নেই । মহমেডান চলবে নিজের মতো করে । সেখানে সদস্য সমর্থকদের আবেগকে মর্যাদা দিতে হবে ।"