কলকাতা, 25 অক্টোবর : সাত বছর পর আই লিগের মূল পর্বে উঠেই কোচ ঠিক করে ফেলল মহামেডান স্পোর্টিং ক্লাব । স্প্যানিশ কোচ জোসে হেভিয়াকে হেড কোচ হিসেবে নিযুক্ত করল তারা । তবে ভারতীয় ফুটবল সম্পর্কে বেশ ওয়াকিবহাল জোসে হাভিয়া ।
ISL-এর জন্য গোয়ায় প্রস্তুতিতে ব্যস্ত দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান । কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ব্যস্ত চলতি মরশুমের আই লিগের ঘর গোছাতে । সেই কাজের প্রথম ধাপ হিসেবে জোসে কার্লোস রডরিগেজ হেভিয়া রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবের প্রধান কোচের পদে বসলেন । UEFA-র প্রো লাইসেন্সধারী এই কোচ আই লিগের দল শিলং লাজং FC, মিনার্ভা পঞ্জাব FC-র অ্যাকাডেমির কোচ ছিলেন । ISL-এর দল পুনে সিটি FC-র অ্যাকাডেমির কোচও ছিলেন । এই ক্লাবগুলির ডেভেলপমেন্ট প্রজেক্টে মুখ্য ভূমিকা নিয়েছিলেন হেভিয়া । 25 বছর ধরে বিভিন্ন পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে । স্পেন ছাড়াও অন্য দেশের ক্লাবে কোচিং করিয়েছেন ।
2014 সালে প্রথমবার ভারতে আসেন হেভিয়া । 2016 সাল পর্যন্ত পুনেতে অবস্থিত আর্সেনাল সকার স্কুলে কাজ করেন । ওই সময় ISL-এর ক্লাব FC পুনে সিটির সঙ্গে যুক্ত ছিলেন । 2017 সালে আই লিগের ক্লাব মিনার্ভা পঞ্জাবের জুনিয়র এবং সিনিয়র দলের সঙ্গে যুক্ত ছিলেন । তার কোচিংয়ে খেলা একাধিক ফুটবলার 2017 সালের অনূর্ধ্ব - 17 বিশ্বকাপের ভারতীয় দলে ছিলেন । শিলং লাজংয়ের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করা মানুষটি এবার কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত হলেন ।
আই লিগ দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে এবছরের আই লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মহামেডান । প্রতিযোগিতা চলাকালীন কোচ বিতর্ক দলের অভ্যন্তরে ছিল। ফলে মাঝপথে কোচ ইয়ান ল কে সরিয়ে দেন সাদা-কালো কর্তারা । সেই সময় সহকারী কোচ দিয়ে অবস্থা সামাল দেওয়া হয়েছিল । কিন্তু আই লিগের জন্য কোচ দরকার । তাই জোসে হেভিয়াকে দায়িত্ব দেওয়া হল ।
26 ডিসেম্বর থেকে এবারের আই লিগ শুরু হবে । নভেম্বরের প্রথম দিন থেকে অনুশীলন শুরু করবে অংশগ্রহণকারী ক্লাবগুলো । মহামেডান মোটের ওপর পুরো দল ধরে রাখছে । বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারটা নতুন কোচের উপর ছাড়তে চায় তারা । যোগ্যতা অর্জন পর্বে সাদা কালো জার্সিতে খেলেছিলেন উইলিস প্লাজা এবং কিংসলে । তবে ক্যারিবিয়ান স্ট্রাইকারের পারফরম্যান্সে অখুশি হওয়ায় তাঁকে ছেড়ে দিচ্ছে মহামেডান । প্রথমেই কোচ নিয়োগ করে দল গঠনের বাকি কাজটা দ্রুত সারতে চাইছে ।