পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CFL 2021: মহাসপ্তমীতে ফাইনালের মেজাজেই শেষ চারে মাঠে নামতে চায় মহমেডান - Semi Final

মহাসপ্তমীতে লিগের সেমিফাইনাল আদতে 18 অক্টোবরের ফাইনাল ম্যাচের ড্রেস রিহার্সেল। পুলিশের সমস্যা মিটিয়ে সূচি অনুযায়ী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ৷ গ্রুপ পর্বে এই দলের ম্যাচ ড্র হলেও লিগ সেমিফাইনালের আগে সাদা-কালো শিবির বদলে গিয়েছে।

CFL 2021
মহাসপ্তমীতে ফাইনালের মেজাজেই শেষ চারে মাঠে নামতে চায় মহমেডান

By

Published : Oct 11, 2021, 10:15 PM IST

কল্যাণী, 11 অক্টোবর : জোসেফ মার্কাস, সাহিন, শেখ ফৈয়াজ সমৃদ্ধ মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে এবার একঝাঁক বাঙালি ফুটবলার সমৃদ্ধ ইউনাইটেড স্পোর্টস। কলকাতা লিগের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ৷ মহাসপ্তমীতে লিগের সেমিফাইনাল আদতে 18 অক্টোবরের ফাইনাল ম্যাচের ড্রেস রিহার্সেল। পুলিশের সমস্যা মিটিয়ে সূচি অনুযায়ী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ৷ গ্রুপ পর্বে এই দলের ম্যাচ ড্র হলেও লিগ সেমিফাইনালের আগে সাদা-কালো শিবির বদলে গিয়েছে।

ভবানীপুর ক্লাবকে সাত গোলে উড়িয়ে দিলেও তা নিয়ে কথা বলতে নারাজ কোচ থেকে ফুটবলার। কোচ আন্দ্রেই চেরিনেশভ বলেন, "দলের পারফরম্যান্সে খুশি। তবে খেলাটা মঙ্গলবার শূন্য থেকে শুরু হবে। ঘন ঘন ম্যাচ খেলার ক্লান্তি দূর করতে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। প্রতিপক্ষ হিসেবে ইউনাইটেড স্পোর্টস শক্তিশালী ৷ ওদের সঙ্গে গ্রুপ পর্বে ড্র হয়েছিল ৷ প্রতিপক্ষের পাসিং ফুটবল থামানোর পাশাপাশি আমাদের খেলায় যাতে খামতি না-থাকে তা মাথায় রাখতে হবে। টিম মিটিংয়ে এই নিয়ে কথা হয়েছে। তাই এই ম্যাচটি আমরা ফাইনাল ধরেই মাঠে নামব।"

আরও পড়ুন : কোয়ালিফায়ারে প্রথম পয়েন্ট নষ্ট ব্রাজিলের, জিতল আর্জেন্টিনা

মহমেডানের সাফল্যের নেপথ্যে মার্কাস জোসেফ, শেখ ফৈয়াজ, আজহারউদ্দিন মল্লিক, ব্র্যান্ডনদের নিয়মিত গোল পাওয়া সদর্থক ভূমিকা নিয়েছে ৷ রক্ষণে শাহিন, অরিজিৎ বাগুইদের দুরন্ত বোঝাপড়া প্রতিপক্ষ স্ট্রাইকারদের চিন্তা বাড়িয়েছে। তবে আত্মতুষ্টি নয়, মহমেডান শিবির প্রতিপক্ষকে সমীহ করে সতর্কতার আবহে ফাইনালের টিকিট পেতে চাইছে। যাতে 41 বছরের অধরা লিগ ফিরিয়ে নিয়ে আসার সুযোগ পাওয়া যায়।

ABOUT THE AUTHOR

...view details