পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

5 ম্যাচ পরই সুব্রতকে সরাল মহমেডান - মহমেডান ক্লাব

তাঁর অধীনে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে মহমেডান ৷ আর এই পাঁচ ম্যাচ পরই কোচের পদ থেকে সুব্রত ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হল ৷ গতকাল ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির সদস্যদের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সুব্রত ভট্টাচার্য

By

Published : Aug 21, 2019, 4:09 AM IST

কলকাতা, 21 অগাস্ট : সুব্রত ভট্টাচার্যকে কোচের পদ থেকে সরিয়ে দিল মহমেডান । মঙ্গলবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন । বিষয় ছিল ক্লাবের ফুটবল দলের পারফরমেন্সের পর্যালোচনা । সেখানেই কোচ সুব্রত ভট্টাচার্যকে সরিয়ে দীপেন্দু বিশ্বাসকে টেকনিকাল ডিরেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় । কোচের পদে ক্লাবের অনূর্ধ্ব-19 দলের প্রশিক্ষক শাহিদ রামনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ।

মরশুমের শুরুতে অনেক ঢাকঢোল পিটিয়ে সুব্রত ভট্টাচার্যকে কোচ করে নিয়ে এসেছিলেন সাদা-কালো কর্তারা‌ । উদ্দেশ্য ছিল, ময়দানের অন্যতম সফল কোচের হাত ধরে কলকাতা লিগে প্রথম তিনে শেষ করা । যাতে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার যোগ্যতা অর্জন করা যায় । সাদা-কালো শিবিরে সাফল্য নিয়ে আসতে কম পরিশ্রম করেননি সুব্রত ভট্টাচার্য । ময়দানে তিন বড় দলের মধ্যে সবার আগে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি । কিন্তু দলের পারফরমেন্সে সেই প্রভাব দেখা যায়নি । ডুরান্ড কাপের খেলা দিয়ে তিন বড় দল মরশুম শুরু করেছে । প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে দ্রুত গোল খেয়ে পিছিয়ে পড়ার ধাক্কা বাকি সময় ভালো খেলেও সামলানো যায়নি । দ্বিতীয় খেলায় ইন্ডিয়ান নেভিকে 6-2 গোলে হারালেও তৃতীয় ম্যাচে ATK-র বিরুদ্ধে ফের হার । কলকাতা লিগে এরিয়ান ও সাদার্ন সমিতির বিরুদ্ধে ড্র করে সুব্রতর মহমেডান । সবমিলিয়ে সুব্রতর কোচিংয়ে পাঁচটি ম্যাচ খেলেছে মহমেডান ৷

শাহিদ রামন

সাদা-কালো শিবিরের সাম্প্রতিক অতীতের পারফরমেন্সের নিরিখে কলকাতা লিগে শুরুটা খারাপ বলা যাবে না। তা সত্ত্বেও সুব্রতকে কোচের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় । অনেকে বলছেন, এর পিছনে মাঠের বাইরের কারণও রয়েছে । দলের অনেক ফুটবলারের ফুটবল নৈপুণ্যে হতাশ ছিলেন সুব্রত ভট্টাচার্য ৷ নিয়মিত বকাঝকা করতেন ৷ সাময়িক ভাবে আসতে বারণও করে দিতেন । মহমেডান কর্তাদের বক্তব্যকে গুরুত্বও না দেওয়াও সুব্রতর বিপক্ষে গেছে ।

দীপেন্দু বিশ্বাস

নতুন TD দীপেন্দু বিশ্বাস বিধায়ক ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট । কোচ সিনিয়র দলের সঙ্গে কাজ করেননি । এই অবস্থায় বদলের ধাক্কা মহমেডানকে সাফল্যের রাজপথে না ব্যর্থতার অন্ধকারে নিয়ে যায় সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details