কলকাতা, 21 অগাস্ট : সুব্রত ভট্টাচার্যকে কোচের পদ থেকে সরিয়ে দিল মহমেডান । মঙ্গলবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির সদস্যরা আলোচনায় বসেছিলেন । বিষয় ছিল ক্লাবের ফুটবল দলের পারফরমেন্সের পর্যালোচনা । সেখানেই কোচ সুব্রত ভট্টাচার্যকে সরিয়ে দীপেন্দু বিশ্বাসকে টেকনিকাল ডিরেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় । কোচের পদে ক্লাবের অনূর্ধ্ব-19 দলের প্রশিক্ষক শাহিদ রামনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ।
মরশুমের শুরুতে অনেক ঢাকঢোল পিটিয়ে সুব্রত ভট্টাচার্যকে কোচ করে নিয়ে এসেছিলেন সাদা-কালো কর্তারা । উদ্দেশ্য ছিল, ময়দানের অন্যতম সফল কোচের হাত ধরে কলকাতা লিগে প্রথম তিনে শেষ করা । যাতে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার যোগ্যতা অর্জন করা যায় । সাদা-কালো শিবিরে সাফল্য নিয়ে আসতে কম পরিশ্রম করেননি সুব্রত ভট্টাচার্য । ময়দানে তিন বড় দলের মধ্যে সবার আগে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি । কিন্তু দলের পারফরমেন্সে সেই প্রভাব দেখা যায়নি । ডুরান্ড কাপের খেলা দিয়ে তিন বড় দল মরশুম শুরু করেছে । প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে দ্রুত গোল খেয়ে পিছিয়ে পড়ার ধাক্কা বাকি সময় ভালো খেলেও সামলানো যায়নি । দ্বিতীয় খেলায় ইন্ডিয়ান নেভিকে 6-2 গোলে হারালেও তৃতীয় ম্যাচে ATK-র বিরুদ্ধে ফের হার । কলকাতা লিগে এরিয়ান ও সাদার্ন সমিতির বিরুদ্ধে ড্র করে সুব্রতর মহমেডান । সবমিলিয়ে সুব্রতর কোচিংয়ে পাঁচটি ম্যাচ খেলেছে মহমেডান ৷