কলকাতা, 18 নভেম্বর : মার্কাস জোসেফের গোলে ইতিহাস গড়ল মহমেডান ৷ বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সৌরিন দত্তর রেলওয়ে এফসিকে হারিয়ে 40 বছর পর কলকাতা লিগ জিতল সাদা-কালো জার্সিধারীরা ৷ শেষবার 1981 সালে কলকাতা লিগ গিয়েছিল মহমেডান তাঁবুতে ৷ তারপর 41 বছর ধরে কলকাতা ফুটবলে 'থার্ড বয়' হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সাদা-কালো শিবিরকে ৷
2019-20 মরশুমে আই লিগের দ্বিতীয় ডিভিসনে চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাক প্যান্থাররা ৷ সেই থেকেই স্বপ্ন দেখার শুরু ৷ করোনাকালেও ঢেলে দল সাজিয়েছিলেন ক্লাব-কর্তারা ৷ চলতি বছরেও বেঙ্গালুরুকে হারিয়ে ডুরান্ডের সেমিতে উঠেছিল দুরন্ত ফর্মে থাকা মহমেডান ৷ যদিও এডু বেদিয়ার শেষ মুহূর্তের গোলে এফসি গোয়ার কাছে হেরে ট্রফি জেতার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল শেখ ফৈয়াজ-মার্কাস জোসেফদের ৷