কলকাতা, 15 অগাস্ট : শক্তিশালী দল গড়তে আরও একধাপ এগোল মহমেডান । উইলিস প্লাজা এবং কিংসলের মত বিদেশিকে সই করানোর পরে এবার তাদের নজরে যুব বিশ্বকাপের আনোয়ার আলির দিকে ৷ অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন আনোয়ার ।
পঞ্জাবি ডিফেন্ডারের সঙ্গে মহমেডানের প্রাথমিক কথাবার্তা ইতিবাচক । এজেন্টের মাধ্যমে কথা চলাচ্ছেন সাদা কালো কর্তারা । আশা করা হচ্ছে সোমবারের মধ্যে চুক্তি চুড়ান্ত হবে । তারপরেই আনোয়ারকে দলে নেওয়ার কথা মহমেডান ঘোষণা করবে । কোনও সন্দেহ নেই আনোয়ারকে দলে নিলে ইয়ান ল-র মহমেডান শক্তিশালী হবে ।
যুব বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্সের পরে ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলারটি ISL-এর ফ্র্যাঞ্চাইজি মুম্বই সিটি FC তে সই করেছিলেন । কিংস কাপের জন্য ভারতীয় দলে নির্বাচিত হয়েছিলেন । তাঁকে নিয়ে আগ্রহী ছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ । কিন্তু নজরকাড়া পারফরম্যান্স করেও দাগ কাটতে ব্যর্থ আনোয়ার আলি । কারণ তার হৃদযন্ত্রের সমস্যা ।
বছর কুড়ির ডিফেন্ডার এরপরেই মাঠ থেকে দূরে সরে যান । তাঁর ফুটবল জীবন নিয়ে প্রশ্ন দেখা যায় । তবে আপাতত সবকিছু সরিয়ে নতুনভাবে শুরু করতে চাইছেন । গত দুসপ্তাহ ধরে চন্ডীগড়ে অনুশীলন শুরু করেছেন । আনোয়ারের বাবা রাজাক আলি বলেছেন, তাঁর ছেলে এখন সম্পূর্ণ সুস্থ । কোনও সমস্যা নেই । যেসব কথা বলা হয়েছিল তা অতিরঞ্জিত । আনোয়ারের প্রত্যাবর্তনের চেষ্টাকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমানও ।
আনোয়ার আলির সঙ্গে চুক্তির কথা সরাসরি স্বীকার না করলেও চেষ্টার কথা মানছেন মহমেডান সচিব ওয়াসিম আক্রম । আই লিগ দ্বিতীয় ডিভিশন কলকাতায় হবে । অংশগ্রহনকারী ক্লাব সংখ্যা মাত্র চার । তাই আই লিগের প্রথম ডিভিশনে জায়গা করে নেওয়ার সুযোগ কোনও অবস্থাতেই ছাড়তে রাজি নয় মহমেডান । সবকিছু ঠিক থাকলে চলতি মাসের 22 তারিখ থেকে অনুশীলন শুরু করবে সাদা কালো ব্রিগেড ।