পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আই লিগের প্রথম ডিভিশনে খেলতে ফেডারেশনকে চিঠি দিচ্ছে মহামেডান - ফেডারেশনকে চিঠি দিচ্ছে মহমেডান

নতুন মরশুমে আই লিগে মোহনবাগান খেলবে না । ইস্টবেঙ্গল সম্ভবত জায়গা করে নেবে । এই অবস্থায় আই লিগের প্রথম ডিভিশনে জায়গা করে নিতে মরিয়া মহামেডান ফেডারেশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

mohamedan
মহমেডান

By

Published : Apr 22, 2020, 11:19 PM IST

Updated : Apr 23, 2020, 12:02 AM IST

কলকাতা , 22 এপ্রিল : আই লিগে সরাসরি খেলার আর্জি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিচ্ছে মহমেডান । আজ একথা জানিয়েছেন মহামেডানের টেকনিকাল ডিরেরেক্টর ও ফুটবল লিগ সাব কমিটির চেয়ারম্যান দীপেন্দু বিশ্বাস ।

ফেডারেশনের কার্যকরী কমিটি ইতিমধ্যে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে । তবে আই লিগে দ্বিতীয় ডিভিশনের বিষয়টি AFC-র সঙ্গে কথা বলে ঠিক করতে চায় ফেডারেশন। ফলে আই লিগের প্রথম ডিভিশনে জায়গা করে নিতে মরিয়া মহামেডান ফেডারেশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

দীপেন্দু বলছেন, "নতুন মরশুমে আই লিগে মোহনবাগান খেলবে না । ইস্টবেঙ্গল সম্ভবত জায়গা করে নেবে । এই অবস্থায় মহামেডানকে আই লিগে জায়গা করে দেওয়ার দাবি করব বা করছি । আমাদের ক্লাব 129 বছরের পুরানো । দেশজোড়া সমর্থক রয়েছে । তাই আমাদের দাবির যথেষ্ট গুরুত্ব রয়েছে ।"

1891 সালে মহামেডানের যাত্রা শুরু । 1934 থেকে 1938 সাল পর্যন্ত পাঁচবার কলকাতা লিগ জয়ের কৃতিত্ব রয়েছে । 1940-তে প্রথমবার ভারতের কোনও ক্লাব হিসেবে ডুরান্ড কাপ জিতেছিল । এছাড়া ছ'বার IFA শিল্ড , দু'বার ডুরান্ড কাপ , 11 বার কলকাতা লিগ , ছ'বার রোভার্স কাপ জিতেছে মহমেডান ।

ঐতিহ্য সঙ্গে থাকলেও মহামেডানের দাবি, ফেডারেশন মান্যতা দেবে এই সম্ভাবনা কম । জাতীয় লিগে মোহনবাগানের ঐতিহ্যকে মান্যতা দিয়ে খেলার সুযোগ করে দিয়েছিলেন তৎকালীন ফেডারেশন প্রেসিডেন্ট প্রিয়রঞ্জন দাশমুন্সি । মাঝের সময়ে নিয়মকানুন বদলে গেছে । এখন নিয়মের বেড়াজাল টপকে শুধুমাত্র ঐতিহ্যকে মান্যতা দেওয়া কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে ।

Last Updated : Apr 23, 2020, 12:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details