কলকাতা, 27 সেপ্টেম্বর : ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনালে মহমেডান স্পোর্টিং। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষচারের লড়াইয়ে বেঙ্গালেরু ইউনাইটেডকে 4-2 গোলে হারায় সাদাকালো শিবির। 120 মিনিটের লড়াইয়ে বাজিমাত সাদাকালো ব্রিগেডের। মহমেডানের পক্ষে গোল করেন মার্কাস, শেখ ফয়জাল, ব্রেন্ডন এবং নিকোলার।
তবে যুবভারতীতে ম্যাচ শুরুর আগেই দেখা দিয়েছিল বিদ্যুৎ বিভ্রাট ৷ প্রেস বক্সের ডানদিকে বাতিস্তম্ভের আলো নিভে যায় ৷ যে কারণে নির্ধারিত সময়ের 10 মিনিট পর খেলা শুরু হয় ৷ ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন যুবভারতীয় স্টেডিয়ামের বাতিস্তম্ভের আলো নিভে যাওয়া নতুন নয় ৷ এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ম্যাচ চলাকালীন যুবভারতীতে একই ছবি দেখা গিয়েছিল ৷ কোভিডের গেরো কাটিয়ে এদিন ফের মাঠে ফেরেন দর্শকরা ৷ তবে শুরুতে স্টেডিয়ামে অন্ধকার থাকলেও ম্যাচে আলো জ্বালান সাদকালো ফুটবলারার ৷ শুরুতেই পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন মহমেডানের ৷
ম্যাচের প্রথম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া পেড্রো মাঞ্জির শটে এগিয়ে যায় বেঙ্গালেরু। কিন্তু পিছিয়ে পড়ে হতাশ না-হয়ে আট মিনিটের মধ্যে সমতায় ফেরে মহমেডান। গোলদাতা জোসেফ মার্কাস। এরপর দুই দল ম্যাচের রাশ পায়ে তুলে নিতে মরিয়া হয়ে ওঠে। আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। 38 মিনিটে মার্কাসের পাস থেকে মহমেডানকে এগিয়ে দেন শেখ ফয়জল।