পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আর্থিক তছরুপের অভিযোগ, মহমেডানে সচিব বদল

মহামেডান স্পোর্টিং ক্লাবে আর্থিক তছরুপের অভিযোগ উঠল৷ যার জেরে বদল করা হল সচিব৷ ওয়াসিম আক্রমের জায়গায় এলেন দানিশ ইকবাল৷ অন্তর্বর্তী সচিবের দায়িত্ব পেলেন তিনি৷ এছাড়া, মহম্মদ আমিরুদ্দিন ববি ক্লাব প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন। কারণ, রাজ্যজুড়ে আসন্ন নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়বেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ।

wb_kol_02_mohamedan_club_administration_contro_rtu_copy_7203838
আর্থিক তছরুপের অভিযোগ, মহমেডানে সচিববদল

By

Published : Feb 6, 2021, 8:35 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সচিববদল মহমেডান স্পোর্টিংয়ে। শনিবার তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে ক্লাব প্রশাসনের অভ্যন্তরীণ বদলের কথা জানিয়ে দেওয়া হল। মহম্মদ আমিরুদ্দিন ববি ক্লাব প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন। কারণ, রাজ্যজুড়ে আসন্ন নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়বেন কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ। তাই তিনি ক্লাব প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন গুলাম আসরফ। মাঠসচিব হয়েছেন ফারহান আহমেদ, কোষাধ্যক্ষ মহম্মদ আক্রম এবং নতুন ভাইস প্রেসিডেন্ট শামস ইকবাল। তবে প্রশাসনিক বদলের প্রধান আকর্ষণ ছিল সচিব ওয়াসিম আক্রমের অপসারণ। অন্তর্বর্তীকালীন সচিব হিসাবে দায়িত্ব তুলে দেওয়া হল দানিশ ইকবালকে।

মাত্র কয়েক মাসের ব্যবধানে সচিব বদল। পরিবর্তনের কারণ হিসাবে নানা অভিযোগের কথা সাদা কালো শিবিরের কর্তারা বলছেন। তারমধ্যে অন্যতম আর্থিক কারচুপি। অভিযোগ, ক্লাবের বিনিয়োগ সংস্থার দেওয়া 65 লাখ টাকা ছাড়াও কর্তারা 60 লাখ টাকা তুলেছিলেন। মোট সোওয়া কোটি টাকার মধ্যে 25 লাখ টাকা ফুটবলারদের হোটেলে রাখার জন্য ব্যয় হয়েছে। এছাড়া, বাকি টাকার হিসেবের গরমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিদায়ী প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি বলেছেন, ক্লাব তাঁরা বিক্রি করবেন না। ক্লাব এবং সদস্য-সমর্থকদের স্বার্থ তাঁদের কাছে সবার আগে। ক্লাবের ক্ষতি যে করবে, তাকে রাখা যাবে না। ফুটবল দল তৈরিতে কার্যত কোনও আলোচনা করা হয়নি। তাই ক্রমাগত ক্লাববিরুদ্ধ কাজের হিসাব বিদায়ী সচিব ওয়াসিম আক্রমকে দিতে হবে।

আরও পড়ুন:অঙ্কের বিচারে শেষ চারের আশা বেঁচে, তাই জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

আমিরুদ্দিন ববি বলেছেন, তাঁরা দ্রুত এই বিষয় নিয়ে আলোচনায় বসবেন। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে৷

কার্যনির্বাহী কমিটির অন্যতম শীর্ষ কর্তা ইস্তেয়াক রাজু আমেদ বলেছেন, পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সামনে যাবতীয় হিসাব দিতে হবে।পুরো বিষয়টিই নিয়ম মেনে করা হবে। অক্টোবরে ক্লাবের নির্বাচন। তার আগে অন্তর্বর্তী সচিব নিয়োগ করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details