পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চোট সারিয়ে মাঠে প্রত্যাবর্তনের লক্ষ্যে মিজ়ো স্ট্রাইকার জেজে - প্রত্যাবর্তনের লক্ষ্যে মিজো স্ট্রাইকার জেজে

চোট সারিয়ে বর্তমানে তিনি ফিট ৷ তাই ফের মাঠে ফিরতে চাইছেন মিজ়োরামের তারকা স্ট্রাইকার জেজে ৷

Jeje
মিজো স্ট্রাইকার জেজে

By

Published : Jun 15, 2020, 2:21 AM IST

কলকাতা, 14 জুন : ভারতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইকার ৷ কিন্তু চোটের কারণে প্রায় এক বছরের বেশি সময় ধরে তিনি মাঠের বাইরে ছিলেন ৷ চোট সারিয়ে বর্তমানে তিনি ফিট ৷ তাই ফের মাঠে ফিরতে চাইছেন মিজ়োরামের তারকা স্ট্রাইকার জেজে ৷

এক বছর আগে AFC কাপে ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলার সময় হাঁটুতে চোট পেয়ে খেলা থেকে ছিটকে গিয়েছিলেন ৷ চোট সারাতে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁকে ৷ যার ফলে গত মরশুমে মাঠের বাইরে থাকতে বাধ্য হন ৷ ভারতীয় দল যখন গোল করার লোকের অভাবে ভুগছে তখন মাঠের বাইরে থেকে এক জন স্ট্রাইকার হওয়ায় তা মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় জেজের পক্ষে ৷ কিন্তু বর্তমানে তিনি সুস্থ ৷ তাই যাবতীয় হতাশা ভুলে এখন সামনের দিকে তাকাতে চাইছেন মিজ়ো স্নিপার ৷ এখন তাঁর একটাই লক্ষ্য সুযোগের সদ্ব্যবহার করা এবং জাতীয় দলে প্রত্যাবর্তন ৷

জেজে বলেন, "চোট পাওয়ার পরই বুঝেছিলাম প্রত্যাবর্তন সহজ হবে না ৷ অস্ত্রোপচার করার পরে বিষয়টি যে আরও কঠিন হবে সেটাও মাথায় ছিল ৷ কঠোর পরিশ্রম, সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত বিশ্রামের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করেছি ৷ এখন আমার লক্ষ্য ক্লাবের হয়ে নিয়মিত ম্যাচ খেলা ও জাতীয় দলে সুযোগ করে নেওয়া ৷ "

29 বছর বয়সি স্ট্রাইকার চেন্নাইয়ন FC-র হয়ে ISL-এ গত পাঁচ বছরে 23 টি গোল করেছেন ৷ শুধু তাই নয়, ISL-এ চেন্নাই যে দু'বার চ্যাম্পিয়ন হয়েছে তার অন্যতম কারিগর তিনিই ৷ মোহনবাগানের এই প্রাক্তন স্ট্রাইকারের সঙ্গে চেন্নাইয়ন FC-র চুক্তি শেষ ৷ ফলে নতুন ক্লাবের সন্ধানে জেজে ৷

মাঠে প্রত্যাবর্তনের জন্য কোন ক্লাবে যাচ্ছেন সে বিষয়ে জিজ্ঞাসা করা হয় জেজে-কে ৷ তিনি জানান, বর্তমানে তাঁর সঙ্গে ছয়টি ক্লাবের কথা চলছে ৷ কিন্তু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ সিদ্ধান্ত নিতে তিনি কোনওরকম তাড়াহুড়ো করতে চান না ৷

নতুন মরশুমে জেজের দলবদল নিয়ে ফুটবলমহলের আগ্রহ রয়েছে । বাইচুং, সুনীল ছেত্রীর পরবর্তীতে জেজে অন্যতম তারকা স্ট্রাইকার । তাঁকে দলে নিতে সকলেই আগ্রহ দেখাবে সেটাই স্বাভাবিক । তাই জেজের প্রত্যাবর্তন এখন টক অব দা টাউন ।

ABOUT THE AUTHOR

...view details